Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

শেখ হাসিনার নামে মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলা

শেখ হাসিনা।
শেখ হাসিনা।
[publishpress_authors_box]

এবার মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলার আসামি করা হলো আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে। মামলায় আরও ১২৬ জনকে আসামি করা হয়েছে।

সোমবার ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে ইমরান হোসেন বাদী হয়ে মামলাটির আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কাওসার আহমেদ জানান, শেখ হাসিনা ছাড়াও এ মামলায় আসামির তালিকায় রয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আমির হোসেন আমু, শ ম রেজাউল করিম, নজিবুল বশর মাইজভান্ডারী, মশিউর রহমান মোল্লা সজল, হারুনুর রশিদ মুন্নার নাম। এছাড়াও অজ্ঞাতানাম আরও ৪০০-৫০০জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ১৮ জুলাই বেলা ৩টার দিকে গুলিবিদ্ধ হন ইমরান হোসেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আদালতে এসে এই মামলাটি করেন। আসামিদের নির্দেশেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন ইমরান হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত