দীর্ঘ ২৬ বছরের পথচলা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের। প্রতিষ্ঠাতা ‘বেজবাবা’ সাইদুস সালেহীন খালেদ সুমনের নিত্যসঙ্গী শারীরিক অসুস্থতা আর দুর্ঘটনা।
নিজের অদম্য মনোবলের কারণে বারবার সঙ্গে যুদ্ধ করে ফিরে এসেছেন মঞ্চে আর স্টুডিওতে ক্যান্সারজয়ী এই গায়ক ও বেজ গিটারিস্ট।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৮ সেপ্টেম্বর কনসার্টে ফেরেন সুমন।
ঢাকার যমুনা ফিউচার পার্কে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টের মঞ্চে উঠেই শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, “গত ৭ মাসের বেশিরভাগ সময় আমি দেশে ছিলাম না। এ সময় অনেক কিছু ঘটে গেছে। বিপ্লব-গণঅভ্যুত্থান হয়েছে। নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি।
“এ সময়গুলোতে আমার হাসপাতালে শুয়ে কাটাতে হয়েছে। কারণ গত ৭ মাসে আমার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে। এখন বলা যায়, আপাততঃ সুস্থ। তাই ফেরা।”
তবে কনসার্ট শেষে অর্থহীন ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন গিটারিস্ট মহান ফাহিম। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অর্থহীন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
নিজের ফেইসবুক পেজে এই গিটারিস্ট জানান গত এপ্রিলে তার সার্ভিকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করেছে। যার কারণে বাম হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
“ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছে। যে কারণে এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে,” তিনি বলেন।
তবে, স্টেজে গিটারের ঝড় তুলতে না পারলেও মিউজিক থেকে সরে যাওয়ার কোন চিন্তা নেই তার।
“আমি বসে গিটার বাজাতে পারব, তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইনস্ট্রুমেন্টাল রিলিজ করব; অতএব মিউজিক থেকে সরে যাবার কোনো কারণ নেই।“
ব্যান্ডের সদস্যদের প্রতি নিজের আবেগ প্রকাশ করে ফাহিম বলেন, “সুমন ভাই, মার্ক, জাহিনের সাথে স্টেজ এ পারফরম্যান্স অনেক মিস করবো। অর্থহীন এর সকল সফলতা কামনা করছি।”
খবরটি যে ব্যান্ডের সাথে আলোচনা করেই নিয়েছেন তা বোঝা গেলো শনিবারের শো শেষে বেজবাবা সুমনের ফেইসবুক পোস্টে ।
“বিদায় মহান, আজ স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লে আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো,” তিনি লেখেন।
২০১৮ সালে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটির গেট টুগেদারে ফাহিমকে অর্থহীনের নতুন সদস্য হিসেবে ঘোষণা করেছিলেন সুমন।
তবে, নিজের ও ব্যান্ডের সদস্যের এমন শারীরিক অসুস্থতায় অর্থহীনের পথচলা কতটুকু ব্যহত হতে চলেছে তা জানতে সুমনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ফ্লাশব্যাক: অসুস্থ সুমন ও অর্থহীন ব্যান্ডের টিকে থাকা
২০০৩ সালে প্রথমবারের মতো অসুস্থতার কারণে ব্যান্ডটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অসুস্থ হয়ে পড়েন সুমন। তিনি আগের মত আর গান করতে পারবেন না বলেও শঙ্কা দেখা দেয়।
সুমন গান গাওয়া কমিয়ে দেন। অর্থহীন তাদের নতুন গায়ক হিসেবে ‘ক্রাল’ ব্যান্ডের রাফাকে দলে নেয়।
পরের বছর, ২০০৪ সালে অর্থহীনের চতুর্থ অ্যালবাম ‘ধ্রুবক’ প্রকাশিত হয়। আর সে বছরই সুমনের অসুস্থতার কারণে ব্যান্ডের প্রায় সকল কার্যক্রম স্থগিত করা হয়।
২০০৫ সালে সুমনের চোয়ালের হাড়ে মারাত্মক সমস্যা দেয়। চিকিৎসকরা জানান, আগের মত গান করতে পারার সম্ভাবনা খুবই কম। অর্থহীনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সুমন এবং বাকী সদস্যরা অর্থহীন ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করেন। কিন্তু হঠাৎ করেই সুমন সুস্থ হয়ে উঠতে থাকেন। ফের নিয়মিত কনসার্ট ও গান তৈরিতে ফেরে অর্থহীন।
২০১১ সালে সুমনের পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ে। বেশ কয়টি সার্জারী আর দীর্ঘ কেমোথেরাপি সেশনের পর ২০১৩ সালে ক্যান্সার জয় করেন সুমন।
ক্যান্সারের সাথে যুদ্ধ নিয়ে গানও বানান, যা ‘অসমাপ্ত-২’ অ্যালবামে প্রকাশিত হয়। তারপর আবার ক্যান্সার ফিরে আসে এবং ১২ টি সার্জারির মধ্য দিয়ে যেতে হয়।
২০২১ সালের ডিসেম্বরে চট্রগ্রাম ও ঢাকায় শো করে দীর্ঘ পাঁচ বছর পর অর্থহীন নিয়ে ভক্তদের মাঝে স্টেজ পারফরম্যান্সে ফিরে আসেন। এর মাঝে একটি বড় দুর্ঘটনারও শিকার হন তিনি। বেশ কিছু গুরুতর অস্ত্রোপচারও হয় শরীরে।
চলতি বছর ফের সাত মাস অসুস্থ ছিলেন তিনি। নিজেই জানালেন এ সময়ে তার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে। তার সঙ্গে যোগ হলো এবার মহানের অসুস্থতা।
ব্যান্ডটির ভবিষ্যত নিয়ে শংকা ও সম্ভাবনার দোলাচলে শ্রোতাদের তাই থাকতেই হচ্ছে।
ব্যান্ডের বর্তমান লাইন আপ
সাইদুস সালেহীন খালেদ সুমন (ভোকাল ও বেজ গিটার)
মার্ক ডন (ড্রামস)
জাহিন রশিদ (গিটার, কিবোর্ড)
ডিসকোগ্রাফি
ত্রিমাত্রিক (২০০০)
বিবর্তন (২০০১)
নতুন দিনের মিছিলে (২০০২)
ধ্রুবক (২০০৩)
অসমাপ্ত – ১ (২০০৮)
অসমাপ্ত – ২ (২০১১)
ক্যানসারের নিশিকাব্য (২০১৬)
ফিনিক্সের ডায়েরী (২০২৩)