এই অস্ট্রেলিয়াকে থামাবে কে? গত বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়যাত্রা শুরু হয়েছিল তাদের। শনিবার লিডসে ইংল্যান্ডকে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে হারিয়ে ওয়ানডেতে টানা ১৪তম জয় পেল মিচেল মার্শের দল।
অস্ট্রেলিয়ার ২৭০ রানের জবাবে স্বাগতিক ইংল্যান্ড অলআউট হয় ২০২-এ। তাতে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ওয়ানডেতে টানা জয়ের রেকর্ড আগেই গড়েছে অস্ট্রেলিয়া। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত টানা ২১ ম্যাচ জিতেছিল রিকি পন্টিংয়ের দল।
২০২৩ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত টানা ১৩ ওয়ানডে জিতেছে শ্রীলঙ্কা। সেটাও পেছনে ফেলল অস্ট্রেলিয়া।
ট্রাভিস হেডের ১৫৪ রানের ইনিংসে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছিল ৭ উইকেটে। শনিবার হেড ফেরেন ২৯ রানেই। তবে অধিনায়ক মিচেল মার্শের ৬০ আর অ্যালেক্স ক্যারির ৭৪-এ লড়াই করার পুঁজি পায় তারা।
জবাবে ৫ উইকেটে ৬৫ রানে পরিণত হয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। জ্যামি স্মিথের ৪৯, বেন ডাকেটের ৩২-এ স্কোরটা ২০০ অতিক্রম করে তাদের।
ম্যাচে প্রথম ইংলিশ স্পিনার হিসেবে ২০০তম ওয়ানডে উইকেটের মাইলফলকে পা রেখেছিলেন আদিল রশিদ। তবে উপলক্ষ্যটা জয়ে রাঙাতে পারেননি তিনি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৪৪.৪ ওভারে ২৭০ (ক্যারি ৭৪, মার্শ ৬০, হেড ২৯,; কার্স ৩/৭৫, পটস ২/৩০)।
ইংল্যান্ড : ৪০.২ ওভারে ২০২ (স্মিথ ৪৯, ডাকেট ৩২, রশিদ ২৭,; স্টার্ক ৩/৫০, ম্যাক্সওয়েল ২/১৫)।
ফল : অস্ট্রেলিয়া ৬৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : অ্যালেক্স ক্যারি