অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আছে এখনও। আর অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট অস্ট্রেলিয়াই। প্রশ্ন হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা থাকলে অস্ট্রেলিয়ান দল বাংলাদেশে আসকে কীভাবে?
অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি অবশ্য নিষেধাজ্ঞা নয়, মানবিক কারণেই এই মুহূর্তে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে। এ নিয়ে হিলি বললেন, ‘‘ মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটি এই সময়ে আমার জন্য ঠিক বোধগম্য হচ্ছে না। মনে হচ্ছে এটি হয়তো ভুল একটা কাজ হবে।’’
বাংলাদেশ ২০ আগস্ট পর্যন্ত আইসিসির কাছে সময় চেয়েছে বিশ্বকাপ আয়োজন নিয়ে। তাই নিজের ব্যক্তিগত মতামত জানিয়ে ব্যাপারটা আইসিসির উপরই ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘‘ যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে নিশ্চিতভাবে। তবে এটি আইসিসির ওপর ছেড়ে দেব আমি।’’
কদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, ভারত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী নয়। আইসিসির কাছ থেকে পাওয়া প্রস্তাব নাকচ করেছে তারা। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে সরে গেলে বিশ্বকাপ হতে পারে আরব আমিরাত বা জিম্বাবুয়েতে।
বিশ্বকাপের প্রস্তুতিতে এরই মধ্যে বাংলাদেশে খেলে গেছেন অস্ট্রেলিয়ার মেয়েদের দল। সেই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলে জানালেন অ্যালিসা হিলি, ‘‘বাংলাদেশের কন্ডিশন আর ধীরগতির টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত হওয়া ভালো অবস্থানে নিয়ে গেছে আমাদের। বাংলাদেশে বিশ্বকাপ হোক বা না হোক, আমাদের যা আছে তাতে মনে হয় না এটা তেমন প্রভাব ফেলবে।’’