Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই

নিজেদের মাঠে শুরুতে গোল খাওয়া যাবে না

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

এবারের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের স্মৃতি ভুলে যেতে চাইবেন জামাল ভূঁইয়ারা। গত বছর ১৬ নভেম্বর মেলবোর্নে  অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

ফিরতি লেগ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশে এসেছে মঙ্গলবার। ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

আগের ম্যাচের ভুলগুলো শুধরে ঢাকায় যেন ভালো ফুটবল উপহার দেন রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষরা সেটাই প্রত্যাশা জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের।

বাংলাদেশ কম গোল খাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলেই ভালো করবে, এমনটাই মনে হয়েছে সাবেক তারকা ফুটবলারের, “অস্ট্রেলিয়া আমাদের চেয়ে নিঃসন্দেহে অনেক ভালো দল। কিন্তু যেহেতু দেশের মাটিতে খেলা, তাই যেন আমরা কম গোল হজম কম করি সেই লক্ষ্যে মাঠে নামতে হবে।”

রক্ষণ সামলে আক্রমণে ওঠার পরিকল্পনা থাকবে বাংলাদেশের।

এ প্রসঙ্গে নারী ফুটবল দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের সর্বশেষ উদহারণ টানলেন তিনি। ৩ জুন চাইনিজ তাইপের কাছে হারলেও দারুণ ফুটবল খেলেন মনিকা চাকমরা। ছেলেরাও যেন এভাবে খেলে, “আসলে গোল কম খাওয়াটা মানুষ ভালো চোখে দেখে। যেমন মেয়েরা কাল খেলেছে। চোখে চোখ রেখে লড়াই করেছে। ১ গোলে হেরেছে ওরা। তবু দুর্দান্ত খেলেছে।”

আসলে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। নির্ভার হয়ে তাই খেলতে হবে বাংলাদেশকে। আলফাজও সেটাই বললেন, “এখানে তো আমরা জিততে পারব না। জেতার মতো সামর্থ্য আমাদের নেই। গোল ঠেকিয়ে কিভাবে কাউন্টার অ্যাটাকে যাওয়া যায় সেটা দেখতে হবে। আসলে হারানোর কিছু নেই আমাদের। যদি কেউ ভালো খেলে তাহলে সারা বিশ্বের মানুষ দেখবে। প্রশংসা করবে। এখানে দেখানোর অনেক কিছু আছে। শেখার অনেক কিছু আছে। আসলে ওদের সঙ্গে জেতার আশা নিয়ে মাঠে নামলে ভুরিভুরি গোল খাবো আমরা।” 

বাংলাদেশ দলকে খেলতে হবে নির্ভার ফুটবল। ছবি: বাফুফে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে ৪ মিনিটেই প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর ২০, ৩৭ ও ৪০ মিনিটে বাংলাদেশের জালে ঢোকে আরও ৩টি গোল। এবার বাংলাদেশকে দ্রুত গোল হজম করার বিষয়ে থাকতে হবে বাড়তি সতর্ক। এমনটাই বললেন জাতীয় দলের আরেক সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি, “এই ধরনের ম্যাচে যতো দেরিতে গোল হজম করা যায় ততই ভালো। তা না হলে গেম প্লান নষ্ট হবে শুরুতেই।”

তাহলে এই ম্যাচের গেম প্ল্যান কেমন হওয়া উচিত? জবাবে এমিলির পরিস্কার কথা, “অস্ট্রেলিয়ার সঙ্গে কোনওভাবে আক্রমণাত্মক ফুটবল খেলা সম্ভব হবে না। আমাদের রক্ষণ ঠিক রাখতে হবে। মিডফিল্ডে আমরা যে ১০ জন থাকবো সবাইকে বলের পেছনে এসে ডিফেন্স করতে হবে। পাশাপাশি প্রতি আক্রমণে যদি সুযোগ আসে সেটা কাজে লাগাতে হবে।”

বাংলাদেশ দলের বড় অনুপ্রেরণা হতে পারে ঘরের মাঠ। সেটাকেও কাজে লাগানোর কথা বললেন এমিলি, “আমাদের বাড়তি সুবিধা হলো কিংস অ্যারিনাতে খেলা। ওখানে মাঠ ছোট। এই সুবিধা কাজে লাগাতে হবে। এবং দর্শকদেরও পাশে পাবো আমরা।”

বাংলাদেশ প্রথম ম্যাচে বেশিরভাগ গোলগুলো হজম করেছে সেটপিস ও দুই প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে। এবার সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ এমিলির, “আগের ম্যাচে যে ৭ গোল খেয়েছি ক্রস, সেটপিস থেকে। থ্রু পাস থেকে কোনও গোল হয়নি। ওদের শক্তির জায়গাগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে এটা একটা কঠিন ম্যাচই হবে।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ। ছবি: বাফুফে।

বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা দ্রুতই প্রতিপক্ষের পায়ে বল তুলে দেওয়া। এটাও করতে দেওয়া যাবে না, বললেন তিনি, “গ্রুপের অন্য দুই দল ফিলিস্তিন ও লেবাননের সঙ্গে মোটামুটি নিজেদের কাছে কিছু সময় বল রাখতে পেরেছি। কিন্তু অনেক সময় অপ্রয়োজনীয় বল হারিয়েছি। এটাই বড় সমস্যা। বল পাওয়ার সঙ্গে সঙ্গে ২-৩ টা পাস খেলেই বল হারাই। এটা করা যাবে না। তাছাড়া অস্ট্রেলিয়া হাই প্রেসিং করবে। সে ক্ষেত্রে বল পেলে যেন তাড়াহুড়ো না করি। তাড়াহুড়ো করতে গিয়ে  যেন প্রতিপক্ষের পায়ে বল তুলে না দিই। ওই জায়গায় সতর্ক থাকতে হবে।”

কোচ হাভিয়ের কাবরেরাও আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন। এবার অন্তত ৭ গোল খাওয়ার ভুল নিশ্চয় করতে চাইবেন না তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত