মেলবোর্ন টেস্টে ক্রিজে নেমেই ইতিহাস গড়লেন স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী টেস্ট ওপেনার এখন তিনি। আজ (বৃহস্পতিবার) তার বয়স ১৯ বছর ৮৫ দিন। তাতে পেছনে পড়েছে ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে অভিষেকের কীর্তি। অথচ এই কনস্টাস এতদিন এমসিজিতে টেস্ট দেখতে আসেননি দর্শক হিসেবেও।
বক্সিং ডে টেস্টে অভিষেকে মেলবোর্নও মাতালেন কনস্টাস। শুরুর আড়ষ্টতা কাটিয়ে খেললেন ৬৫ বলে ৬ বাউন্ডারি ২ ছক্কায় ৬০ রানের ইনিংস। জাসপ্রিত বুমরার মানের পেসারকে ছক্কা মেরেছেন রিভার্স সুইপে! বাউন্ডারিও মেরেছেন স্কুপে।
অস্ট্রেলিয়ার দৈনিক ‘দ্য এজ’ জানিয়েছে ভয়ডরহীন এই ওপেনারের ব্যক্তিগত ব্যাটিং কোচ একজন বাংলাদেশি। মেলবোর্ন টেস্টে কনস্টাসের সঙ্গে কাজও করছেন তাহমিদ ইসলাম নামের এই বাংলাদেশি কোচ।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কাজ করেননি কনস্টাসকে নিয়ে। তাছাড়া তার বয়স এখনও ২০ বছর হয়নি। এজন্য মেলবোর্নে ব্যক্তিগত ব্যাটিং কোচ তাহমিদ ইসলামকে নিয়ে আসার সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
তাহমিদ ২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ছিলেন, তবে কোনো ম্যাচ খেলেননি। তখন এক ভিডিওতে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বাংলাদেশি হিসেবে।
An exchange between Virat Kohli and Sam Konstas.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 26, 2024
– THE BOXING DAY TEST IS HERE.pic.twitter.com/x8O4XCN1Sj
তাহমিদ এখন থাকেন সিডনিতে। সেখানে বাড়ি কনস্টাসেরও। সিডনির ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ। এছাড়া কনস্টাসের মেন্টর হিসেবে আছেন শেন ওয়াটসন। এ নিয়ে তাহমিদের সঙ্গে কনস্টাসের ও ওয়াটসনের সঙ্গে তাহমিদের ছবি দিয়ে বিশেষ প্রতিবেদন করেছে দ্য এজ।
এবারের গ্রীষ্মকালীন ক্রিকেট শুরুর দিকে দ্য এজকে তাহমিদ বলেছিলেন, ‘‘কনস্টাসকে নিয়ে আমি টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করে।’’
দুজনের প্রচেষ্টাতেই কনস্টাস এখন অস্ট্রেলিয়ার জাতীয় দলে। মেলবোর্ন টেস্টে ৬০ রান করে আগমনি বার্তাই দিয়ে রাখলেন এই তরুণ।
THE HIGHLIGHTS OF SAM KONSTAS KNOCK 👌
— Johns. (@CricCrazyJohns) December 26, 2024
– A debut that will be remembered for a long time in Australian cricket. pic.twitter.com/6AbffUhtwA
মাঠে ধাক্কা লাগলে জবাবও দিয়েছেন বিরাট কোহলিকে। এজন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। এটোকে অবশ্য বড় করে দেখছেন না কনস্টাস,‘‘মনে হয় দূর্ঘটনা ছিল এটা। তবে এটাই ক্রিকেট।’’ তাকে ফেরান রবীন্দ্র জাদেজা। আউট হওয়ার কিছুক্ষণ পর দর্শকদের অটোগ্রাফও দিয়েছেন কনস্টাস!