Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইংল্যান্ডে ঝড় তুলে জয়ের নায়ক হেড

আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন ট্রাভিস হেড। ছবি: এক্স
আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন ট্রাভিস হেড। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ভয়ঙ্কর রূপে আর্বিভূত হয়েছিলেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের মাটিতেও সমানতালে চলছে তার ব্যাটিং তাণ্ডব। সাউদাম্পটনে প্রথম টি-টোয়েন্টিতে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার টর্নেডো ইনিংসে জয় দিয়ে ইংল্যান্ড সফর শুরু করেছে অস্ট্রেলিয়া।

রোজ বোলে ইংল্যান্ডকে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও ম্যাথু শটের দুর্দান্ত ওপেনিং জুটির পরও ১৯.৩ ওভারে সফরকারীরা অলআউট হয় ১৭৯ রানে। এরপর অস্ট্রেলিয়ান বোলারদের দাপটে ইংলিশরা ১৯.২ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার তাণ্ডব চলছে। এবার দুই ওপেনার হেড ও শর্ট মিলে ৬ ওভারে স্কোরবোর্ডে তুলেছেন ৮৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ায় প্লেতে তৃতীয় সর্বোচ্চ রানের কীর্তি এটি। দিনকয়েক আগে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ৬ ওভারে ১১৩ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছিলেন এই হেড ও মিচেল মার্শ।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই ইংলিশ বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন হেড ও শর্ট। পাওয়ার প্লে’র শেষ বলে আউট হওয়ার আগে হেড মাত্র ২৩ বলে করেন ৫৯ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জেতা বাঁহাতি ব্যাটার ঝড়ো ইনিংসটি সাজান ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায়। এ বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে সাতবার পাওয়ার প্লে’তে ফিফটি করলেন হেড। অন্যদিকে শর্ট ২৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৪১ রান।

কোনও উইকেট না হারিয়ে ৮৬ রান যোগ করা অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৭৯ রানে। অর্থাৎ, শেষ ৯৩ রান তুলতে তারা হারায় ১০ উইকেট। বাকিদের মধ্যে জশ ইংলিস কেবল ২৭ বলে ৩৭ রান করে অবদান রেখেছেন।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার লিয়াম লিভিংস্টোন। এই স্পিনার ৩ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া জোফরা আর্চার ও সাকিব মাহমুদ নেন ২টি করে উইকেট।

১৮০ রানের লক্ষ্যটাও ইংল্যান্ডের জন্য কঠিন করে তুলেছিলেন জশ হ্যাজেলউড-অ্যাডাম জাম্পারা। তাদের চমৎকার বোলিংয়ে ৫২ রান তুলতে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় ইংল্যান্ড। দলীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। এছাড়া ২০ রান করেছেন অধিনায়ক ফিল সল্ট। ১৮ রান এসেছে স্যাম কারেনের ব্যাট থেকে।

হ্যাজেলউড শুরুতেই ধসিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এই পেসার ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ২ উইকেট। জাম্পা মাত্র ২০ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তবে উইকেট সংখ্যায় সবচেয়ে সফল শন অ্যাবট। এই পেসার ৩.২ ওভারে ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত