Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিশ্বকাপ বাছাই খেলতে শহরে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ বাছাই খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ছবি: সংগৃহীত।
বিশ্বকাপ বাছাই খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই অভিযান শুরু হয়েছিল গত বছর ১৬ নভেম্বর। প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচটি জামাল ভূঁইয়ারা খেলেছিলেন অস্ট্রেলিয়াতে গিয়ে।

এবার ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারীরা। দল আজ এলেও ৩ জন কর্মকর্তা ২ দিন আগে এসে অনুশীলন ভেন্যু ও আনুষাঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করেছেন।

অস্ট্রেলিয়ার দলটি থাইল্যান্ড হয়ে ঢাকায় এসেছে। মঙ্গলবার কোনও অনুশীলন করবে না তারা। বুধবার মূল ভেন্যু কিংস অ্যারিনায় অনুশীলন করে পরের দিন মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের। এরপর ৬ জুন ম্যাচ খেলে রাতেই রওনা হবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশে খেলতে এলেও অস্ট্রেলিয়া দল নিজেদের মতো করে বেছে নিয়েছে আবাসন।

মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও সুখের নয় অস্ট্রেলিয়ার সঙ্গে। মেলবোর্নে বাংলাদেশ প্রথম ম্যাচে হারে ৭-০ গোলে। এবার নিশ্চয় বাংলাদেশের লক্ষ্য থাকবে প্রতিদ্বন্দ্বিতামুলক ফুটবল খেলে স্কোরলাইন যথাসম্ভব ভদ্রস্থ রাখা।

কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল দ্বিতীয় রাউন্ডে খেলেছিল আর্জেন্টিনার বিপক্ষে। যদিও হেরে গিয়েছিল অসিরা।

অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশ হলেও ফুটবলে তারা এশিয়া মহাদেশের হয়েই খেলে। বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে দুই বার অস্ট্রেলিয়া গ্রুপে পড়ল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার গ্রুপে ছিল বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশে প্রথমবারের মতো ফুটবল খেলতে এসেছিল। তখন বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া আসতে চায়নি বাংলাদেশে।

৬ জুন বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত।

কিন্তু শেষ পর্যন্ত ফিফার নির্দেশে ম্যাচ শুরুর আগের দিন ঢাকায় এসে পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছিল নির্ধারিত ম্যাচ। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পরও ওই রাতেই তারা ঢাকা ছাড়ে। এবার পরিস্থিতি ভিন্ন হলেও ম্যাচ শেষ করেই বিমানে ওঠার তাড়া দেখাচ্ছে অস্ট্রেলিয়ানরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত