Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ভারতকে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়াও বিপদে

australia-43
[publishpress_authors_box]

রোহিত শর্মার অনুপস্থিতি ও শুবমান গিলের চোটে ভারতের টপ অর্ডার নতুন করে সাজাতে হয়েছে। অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে ব্যাটিং অর্ডারের পরিবর্তনে বড় পরীক্ষা অপেক্ষা করছিল। পার্থ টেস্টের প্রথম ইনিংসে সেটা হারে হারে টের পেল ভারত। অস্ট্রেলিয়ান পেসারদের সামনে উড়ে গেছে বিরাট কোহলি-লোকেশ রাহুলরা। ভারতকে বিধ্বস্ত করার পর অস্ট্রেলিয়াও আছে বিপদে।

শুক্রবার (২২ নভেম্বর) পার্থ স্টেডিয়ামে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টেস্ট। রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া জসপ্রিত বুমরা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বোলিংয়ের আমন্ত্রণ পাওয়া অস্ট্রেলিয়া শুরুতেই তাণ্ডব চালায় ভারতীয় ব্যাটারদের ওপর। স্বাগতিক পেসারদের তোপে ৪৯.৪ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় ভারত। এরপর ব্যাটিংয়ে নেমে বুমরার তোপে ৩৮ রানে ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত। স্ত্রী ও সন্তানের পাশে থাকতে পার্থ টেস্টে নেই তিনি। অন্যদিকে অনুশীলনে হাতে চোট পাওয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে নেই গিল। রোহিত না থাকায় ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন লোকেশ রাহুল। টপ অর্ডারে কেবল তিনিই যা একটু রান পেয়েছেন। কঠিন পরিস্থিতিতে ৭৪ বলে করেন ২৬ রান।

রাহুলের ওপেনিং সঙ্গী জয়সওয়াল রানের খাতা খুলতে পারেননি। গিলের চোটে কয়েক মাস পর টেস্ট দলে ফেরা দেবদূল পড়িকলও ব্যর্থ। ২৩টি বল খেললেও আউট হয়েছেন শূন্য রানে। বিরাট কোহলি ফেরেন ৫ রানে। একটা সময় ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে ভারত। ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে তাতে।

তবে ঋষভ পন্ত ও অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডির ব্যাটে দেড়’শ পর্যন্ত যায় ভারতের সংগ্রহ। পন্ত খেলেন ৩৭ রানের ইনিংস। অন্যদিকে দলীয় সর্বোচ্চ ৪১ রান আসে নিতিশের ব্যাট থেকে।

অস্ট্রেলিয়া সবচেয়ে সফল বোলার জশ হ্যাজেলউড। এই পেসার ২৯ রানে নেন ৪ উইকেট। আরেক পেসার মিচেল স্টার্ক ১৪ রানে পেয়েছেন ২ উইকেট। তার মতো ২টি করে উইকেট নিয়েছেন মিচেল মার্শ ও প্যাট কামিন্স।

ভারতকে অল্পতে আটকে রেখে অস্ট্রেলিয়ার বোলাররা তাদের কাজ শেষ করেন। পরের দায়িত্ব ব্যাটারদের। স্টিভেন স্মিথ-উসমান খাজারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এই ম্যাচে অভিষেক হয়েছে নাথান ম্যাকসিয়েনির। শুরুটা দারুণ হলেও ১০ রানে বুমরার বলে ফিরতে হয়েছে এই ওপেনারকে।

খানিক পর ভারতীয় পেসারের জোড়া আঘাত। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছেন বুমরা। ৮ রান করা খাজাকে স্লিপে কোহলির ক্যাচ বানিয়ে পরের বলেই ফেরান স্মিথকে। কয়েক মাস পর ওপেনিং থেকে ‘প্রিয়’ চার নম্বর পজিশনে ফেরাটা স্মিথের হলো চরম হতাশায়। ‘গোল্ডেন ডাক’-এ তার প্রত্যাবর্তন হয়েছে পুরনো পজিশনে।

অস্ট্রেলিয়ার হারানো প্রথম ৩ উইকেটই বুমরার। এরপর তার সঙ্গে উইকেট উদযাপনে যোগ দেন হরষিত রানা। অভিষিক্ত এই পেসারের শিকার ট্রাভিস হেড। স্বভাবসুলভ আক্রমণাত্মক ঢংয়ে খেলছিলেন বাঁহাতি ব্যাটার। তবে ১৩ বলে ১১ রান করে বোল্ড হয়ে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। মার্শও পারেননি দাঁড়াতে। মোহাম্মদ সিরাজের বলে ৬ রান করে আউট হয়েছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত