Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

৯ জনের অস্ট্রেলিয়ার বাজিমাত, খেলেছেন কোচ-নির্বাচক!

খেলোয়াড় ছিলেন ৯ জন। তাই মাঠে নামতে হয়েছে প্রধান নির্বাচক জর্জ বেইলিকে। ছবি : এক্স
খেলোয়াড় ছিলেন ৯ জন। তাই মাঠে নামতে হয়েছে প্রধান নির্বাচক জর্জ বেইলিকে। ছবি : এক্স
[publishpress_authors_box]

আইপিএলে লম্বা সময় খেলায় ছুটি পেয়েছেন দলের ৬ জন। তাতে বিপাকেও পড়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা তাদের খেলতে হল ৯ জন নিয়ে! ফিল্ডিংয়ের জন্য অবশ্য প্রধান নির্বাচক জর্জ বেইলি আর ফিল্ডিং কোচ আন্দ্রে ব্রোভেসকে নিয়ে একাদশ সাজাতে হয়েছিল তাদের।.

ফিল্ডিং করেছেন প্রধান কোচ ম্যাকডোনাল্ড (ডানে)। ছবি : এক্স

 মিচেল মার্শ আর জস হ্যাজেলউড কিছু সময় মাঠের বাইরে গেলে ফিল্ডিং করেছেন ব্যাটিং কোচ ব্র্যাড হজ ও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড! এই চারজনেরই বয়স ছাড়িয়েছে ৪০ বছর! তাদের নিয়েই নামিবিয়াকে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়া।

নামিবিয়াকে তারা হারিয়েছে ৭ উইকেটে। শুরুতে ব্যাট করে নামিবিয়া থামে ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে। জবাবে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। জস হ্যাজেলউড ৪ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৫ রানে নিয়েছেন ২ উইকেট।

অ্যাডাম জাম্পা ২৫ রানে নেন ৩ উইকেট। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বল করেননি অধিনায়ক মিচেল মার্শ। আইপিএলে রান না পাওয়া ডেভিড ওয়ার্নার জাতীয় দলের হয়ে খেলেছেন ২১ বলে ৫৪* রানের বিস্ফোরক ইনিংস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত