Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

পাকিস্তান সিরিজে অধিনায়ক খুঁজে পায়নি অস্ট্রেলিয়া

পাকিস্তান সিরিজের দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিস। এই দুজনের কেউ পাবেন নেতৃত্বের দায়িত্ব? ছবি: এক্স
পাকিস্তান সিরিজের দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোইনিস। এই দুজনের কেউ পাবেন নেতৃত্বের দায়িত্ব? ছবি: এক্স
[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই দলের অধিনায়ক নেই! নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত, ফলে পাকিস্তান সিরিজে অধিনায়ক ঠিক না করেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

সামনেই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতিতে রয়েছেন মার্শ। একই কারণে পাকিস্তান সিরিজে নেই ট্রাভিস হেড ও প্যাট কামিন্স। শুধু তারা নন, টেস্ট দলের কেউই নেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। এ কারণে অধিনায়ক ঠিক করতে পারেনি অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি।

অবশ্য পাকিস্তান সিরিজের দলে থাকা বেশ কয়েকজনের বিগ ব্যাশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে অন্যতম গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও ম্যাথু শর্ট। এছাড়া অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার জোর দাবিদার মনে করা হচ্ছে জশ ইংলিসকে। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও পার্থ স্কর্চার্সের সহ-অধিনায়ক হিসেবে কাজ করেছেন এই উইকেটকিপার ব্যাটার।

ক্রিকেট অস্ট্রেলিয়া এখন অধিনায়ক খুঁজছে। ঘোষিত স্কোয়াডের কার হাতে নেতৃত্ব তুলে দেওয়া যায়, ভাবছে তারা। নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, পাকিস্তান সিরিজ শুরুর আগে ঘোষণা করা হবে অধিনায়কের নাম। তিনি নেতৃত্ব নিয়ে কোনও অসুবিধা দেখছেন না।

দল ঘোষণার পর বেইলি বলেছেন, “আমার মনে হয়, এই দলটার বেশ কয়েজনের অধিনায়ক হওয়ার যোগ্যতা রয়েছে। কয়েকজনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।”

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ড, অ্যারন হার্ডলি, জশ ইংলিস, স্পেনসার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত