Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

এবার ৯ জনের অস্ট্রেলিয়া পারেনি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। ছবি: টুইটার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। ছবি: টুইটার
[publishpress_authors_box]

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ। অথচ এই ম্যাচের একাদশ গড়ার মতো খেলোয়াড় নেই অস্ট্রেলিয়ার। নামিবিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি কোচ-নির্বাচককে মাঠে নামিয়ে শেষ করেছিল। ত্রিনিদাদের ম্যাচটি দাপট দেখিয়ে জিতেও নেয় অস্ট্রেলিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর উতরাতে পারল না মিচেল মার্শরা। ৯ জনের অস্ট্রেলিয়া হেরে গেছে ক্যারিবিয়ানদের কাছে।

নামিবিয়া ম্যাচের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্ম-আপেও একাদশ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। ৯ জন খেলোয়াড়ের সঙ্গে ফিল্ডিং সামলেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি, সহকারী কোচ ব্র্যাড হজ ও আন্দ্রে বরোভেক। আইপিএল শেষ করে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড। অন্যদিকে মার্কাস স্টোইনিস ‍ত্রিনিদাদে পৌঁছেও খেলতে পারেননি। কারণ তার কিট ব্যাট এখনও মায়ামি থেকে এসে পৌঁছায়নি।

খর্বশক্তির অস্ট্রেলিয়াকে সামনে পেয়ে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের বিশ্বকাপ শুরুর আগে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে রোভম্যান পাওয়েলরা। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৩৫ রানে। নিকোলাস পুরান, পাওয়েল ও শেরফান রাদারফোর্ডের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৭ রান করে ক্যারিবীয়রা। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়া ৭ উইকেটে করতে পারে ২২২ রান।

ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন নিকোলাস পুরান। ছবি: টুইটার

ব্যাটারদের ম্যাচে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন পুরান। এই উইকেটকিপার ব্যাটার ২৫ বলে খেলেন ৭৫ রানের টর্নেডো ইনিংস। মেরেছেন ৫ চারের সঙ্গে ৮ ছক্কা। অধিনায়ক পাওয়েল ২৫ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৫২ রান। পাওয়েলের মতো সমান চার ও ছক্কায় রাদারফোর্ড ১৮ বলে খেলেন ৪৭ রানের ইনিংস।

অস্ট্রেলিয়ার মূল খেলোয়াড়দের অনেকেই নেই বলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নামেন অ্যাশটন অ্যাগার। ১৩ বলে তিনি করেন ২৮ রান। ওয়ার্নারের ব্যাট থেকে আসে ১৫ রান। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস এসেছে জশ ইংলিসের ব্যাট থেকে। ৩০ বলে ৫ চার ও ৪ ছক্কায় তিনি করেন ৫৫ রান। এছাড়া নাথান এলিস ২২ বলে করেন ৩৯ রান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত