Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কিংস অ্যারিনায় এসে মুগ্ধ অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা বসুন্ধরা কিংস অ্যারিনায় এসে ফুটবল ম্যাচ খেলেছে। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা বসুন্ধরা কিংস অ্যারিনায় এসে ফুটবল ম্যাচ খেলেছে। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

বাংলাদেশের সেরা ফুটবল মাঠ তৈরি করা হয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। বসুন্ধরা কিংস অ্যারিনায় রয়েছে চমৎকার গ্যালারি। যে গ্যালারিতে বসে ফুটবল উপভোগ করতে পারেন ১২ হাজার দর্শক। রয়েছে আন্তর্জাতিক মানের ফ্লাডলাইট সিস্টেম। বসুন্ধরা কিংস অ্যারিনায় বিশ্ব মানের মাঠ দেখে বিস্ময় প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা।  

স্কুলটির শারীরিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ৪৫ জন ছাত্র ও ৮ শিক্ষক এসেছিল বসুন্ধরা কিংস অ্যারিনায়। যেখানে এসে ছাত্ররা দেখেছে কিভাবে ফুটবল খেলতে হয়। পেশাদার ফুটবলাররা কিভাবে অনুশীলন করেন।

এছাড়া মাঠ, গ্যালারি, ড্রেসিংরুমসহ পুরো অবকাঠামো ঘুরে দেখেছে সবাই। দেখেছে ঘরোয়া ফুটবলে বিভিন্ন সময়ে জেতা বসুন্ধরা কিংসের ট্রফিগুলো। আর এসব দেখে মুগ্ধ হয়েছে ছাত্ররা।

সকালে পৌনে ১০টায় এসে ছাত্ররা ঘুরে ঘুরে মাঠের সব কিছু দেখে। বসুন্ধরা গ্রুপ কি, তাদের সম্পর্কে একটা প্রেজেন্টেশান উপস্থাপন করা হয় এরপর। কোচিং স্টাফদের সঙ্গে এরপর ছাত্রদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সব শেষে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলে ছাত্ররা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত