Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

লেভানদোস্কিদের হারিয়ে টিকে রইল অস্ট্রিয়া

ডডডডডডডডডডড
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

পোল্যান্ড ১ : ৩ অস্ট্রিয়া

দুই দলই হেরেছে প্রথম ম্যাচ। তাই গ্রুপ পর্বের খেলা হলেও পোল্যান্ড-অস্ট্রিয়ার ম্যাচ হয়েছে নকআউটের আবহে। কোনও দলই ড্র করতে চায়নি। কারণ ড্রতে ১ পয়েন্ট পেলে পরের ম্যাচ না জিতলে বিদায় নিশ্চিত। তাছাড়া অস্ট্রিয়ার শেষ ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস আর পোল্যান্ড মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্সের।

শেষ ষোলোর দৌড়ে টিকে থাকার লড়াইয়ে জয়ের জন্য মরিয়া ছিল দুই দলই। সেই লড়াইয়ে ৩-১ গোলে জিতে টিকে রইল অস্ট্রিয়া। অস্ট্রিয়ার হয়ে তিন গোল গারনট ট্রাউনার, ক্রিস্টফ বুমগার্টনার, মার্কো আরনুটভিকের। পোল্যান্ডের পক্ষে গোল করেছিলেন ক্রিস্টফ পিয়াতেক। এই হারে বিদায়ের ঝুঁকিতে এখন পোল্যান্ড।

প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারা অস্ট্রিয়া এগিয়ে যায় নবম মিনিটে। ফিলিপ মাউনের অসাধারণ ক্রসে মাথা ছুঁইয়ে তাদের এগিয়ে দেন সেন্টার ব্যাক গারনট ট্রাউনার।

পিছিয়ে পড়ার পর পোলিশ সমর্থকরা গান ধরেছিলেন, ‘‘পোল্যান্ড-লাল, সাদা’’ বলে। তাতেই জেগে উঠে গোল শোধে মরিয়া হয়ে উঠে তারা। সাফল্যও পায় ৩০ম মিনিটে। সমতা ফেরান শুরুর একাদশে রবার্ট লেভানদোস্কির জায়গায় খেলা ক্রিস্টফ পিয়াতেক।

কর্নার থেকে আসা বলে শট নিয়েছিলেন জেন বেডনারেক। সেই শট অস্ট্রিয়ার গোলদাতা গারনট ট্রাউনার ব্লক করলেও পেয়ে যান পিয়াতেক। ছয় গজ বক্সে তার ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গর্ব করবেন বেঞ্চে থাকা লেভানদোস্কিও।

বিরতির ঠিক আগে এগিয়ে যেতে পারত পোল্যান্ড। পিওতর জিয়েলিনস্কির ফ্রিকিক অসাধারণভাবে ঝাঁপিয়ে একহাতে ঠেকিয়ে অস্ট্রিয়ার ত্রাতা হয়েছিলেন গোলরক্ষক প্যাত্রিক পেঞ্জ। বিরতির সময় ১-১ সমতা ছিল ম্যাচে। এ সময় পোস্টে ৮টা শট নিয়ে ২টি লক্ষ্যে রেখেছিল পোল্যান্ড। আর অস্ট্রিয়াার ৬ শটের ৩টি ছিল লক্ষ্যে।

রবার্ট লেভানদোস্কি খেলতে পারেননি প্রথম ম্যাচে। চোটের জন্য পোল্যান্ডের সেরা তারকাটি আজ অস্ট্রিয়ার বিপক্ষেও ছিলেন বেঞ্চে। বিরতির পর মাঠে নামেন তিনি। লেভানদোস্কি নামলেও ৬৭ মিনিটে ক্রিস্টফ বুমগার্টনারের গোলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। আলেক্সান্দার প্রাসের পাস পায়ে না লগিয়ে ছেড়ে দেন মার্কো আরনোটভিক। মাঝ মাঠ থেকে উঠে আসা ক্রিস্টফ বুমগার্টনারের ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গুরুত্বপূর্ণ গোল পায় অস্ট্রিয়া।

৭৫ মিনিটে প্যাত্রিক উমারের শট পোলিশ গোলরক্ষক অসাধারণ দৃঢ়তায় না ঠেকালে ম্যাচ শেষ হয়ে যেতে পারত তখনই। সেবার না হলেও ৭৮ মিনিটে মার্কো আরনুটভিকের পেনাল্টিতে জয় নিশ্চিত হয়ে যায় অস্ট্রিয়ার। মার্সেল সাবিটজারকে বক্সে গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় অস্ট্রিয়া।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত