Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আরও ৩ দিন সাজেক যেতে নিরুৎসাহিত করল প্রশাসন

sajek
[publishpress_authors_box]

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র ভ্রমণে আরও তিনদিন নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

শুক্রবার রাত ১০টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো চিঠিতে শনিবার থেকে সোমবার পর্যন্ত সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিতকরণের সিদ্ধান্ত জানিয়েছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তার।

চিঠিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরও তিনদিন অর্থাৎ ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরুৎসাহিতকরণ করা হলেও কার্যত এসময়ে সাজেকে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধই থাকে।

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ১৯ ও ২০ সেপ্টেম্বর সহিংসতা চলাকালে সাজেক ভ্যালি ভ্রমণে গিয়ে আটকা পড়েন প্রায় ১৪শ’ পর্যটক।

পরে তিনদিন অবরোধের কারণে সাজেক ছাড়তে পারেননি পর্যটকরা। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে রাঙ্গামাটি প্রশাসন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত