Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

‘আওয়াজ উড়া’ স্লোগানে শিল্পকলায় গণভ্যুত্থানের গান

awaj-uda-revoulation-song
[publishpress_authors_box]

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতাকে উদ্বুদ্ধ করতে রচিত হয়েছিল নানা ধরনের গান। এবার সেইসব গান নিয়ে ‘আওয়াজ উড়া’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভ্যুত্থানের গান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন।

এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত তাহীর জামান প্রিয় এর মা শামসী আরা জামান।

অনুষ্ঠান উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আশরাফুল। স্বাগত বক্তব্য দিবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।

কোটা আন্দোলন থেকে শুরু হওয়া জুলাই গণভ্যুত্থানে ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান প্রকাশ করেন বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। গানটি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। একপর্যায়ে প্রতিবাদী এই গানের জন্য গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় হান্নানকে। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের একদিন পরই মুক্তি পান তিনি।

তার মতো এরকম অসংখ্য গান তৈরি হয় পুরো আন্দোলনের সময়জুড়ে। র‍্যাপার হান্নান হোসাইন শিমুলের ‘আওয়াজ উডা’ গানটির প্রতি সম্মান রেখে গণভ্যুত্থানের বিজয়কে আরও ছড়িয়ে দিতে ‘আওয়াজ উড়া’ নামটিকে প্রতিপাদ্য করেছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।

আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। সমবেত সংগীত ‘আমরা করবো জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চাকমা ভাষার গান’; ধর্মচন্দ্রা তঞ্চজ্ঞা সন্তোষ ‘তঞ্চঙ্গ্যা ভাষার গান’; ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’; সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করবেন।

একক সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানী এবং ব্যান্ড সংগীত ‘আদিবাসী গান’ পরিবেশন করবে এফ মাইনর। র‌্যাপ সংগীত পরিবেশন করবে যিন ব্রাদার্স এবং হান্নান হোসেন শিমুল ও তার দল। অনুষ্ঠানে সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্জার মত’পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা।

‘আওয়াজ উডা’ সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত