Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ফারজানা রুপা।
সাংবাদিক ফারজানা রুপাকে হত্যামামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
[publishpress_authors_box]

ক্ষমতায় থাকাকালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচিত আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর একই অভিযোগ তুলেছে বর্তমান সরকারের বিরুদ্ধে।

দলটির যুগ্ম মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম শনিবার এক বিবৃতিতে বলেছেন, বিরুদ্ধ মত দমনে অন্তর্বর্তীকালীন সরকার হত্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঢালাওভাবে আসামি করে মানবাধিকার লঙ্ঘন করছে এই সরকার।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রায় সব নেতা অপ্রকাশ্যে রয়েছেন। অপ্রকাশ্যে থেকেই সংবাদ মাধ্যমে বিবৃতিটি পাঠান নাছিম।

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত দেড় দশকে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় সমালোচনা ছিল মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন করার।

ক্ষমতা হারানোর পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে সারাদেশে আওয়ামী লীগের নেতারা আক্রান্ত হন। এরপর আন্দোলন দমনে গুলিবর্ষণে হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে দলটির নেতাদের।

বিবৃতিতে নাছিম বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঢালাওভাবে হত্যা মামলার আসামি করছে। ইতোমধ্যে বহু বুদ্ধিজীবী, সাংবাদিক, অ্যাক্টিভিস্টদের নামে মামলা হয়েছে এবং একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে। এসব ঘটনা মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন। আমরা এর নিন্দা এবং অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি।”

এই সময়ে হত্যামামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আসামির তালিকায় বিচারক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীও রয়েছেন। কাউকে কাউকে গ্রেপ্তারও করা হয়েছে।

বিরুদ্ধ মত দমনে অন্তর্বর্তীকালীন সরকার হত্যা মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে নাছিম বলেন, “যাদেরকেই এই অনির্বাচিত সরকার প্রতিপক্ষ মনে করছে, তাদেরকেই হত্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বাছবিচারহীনভাবে প্রতিপক্ষকে দমনে হত্যা মামলার এমন অপব্যবহার বাংলাদেশ কখনও দেখেনি।”

বিবৃতিতে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে গ্রেপ্তার, নাঈমুল ইসলাম খান, মোজাম্মেল বাবু, সৈয়দ ইশতিয়াক রেজা, আহমেদ জোবায়ের, মুন্নী সাহা, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলার কথাও তুলে ধরা হয়।

নাছিম বলেন, “আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির ওপর আদালত প্রাঙ্গণে হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। পুলিশের হেফাজতে থাকা একজন নারী নেত্রীকে নিরাপত্তা দিতে না পারাকে সরকারের ব্যর্থতা বলে মনে করি।”

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলার সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকার ভবিষ্যতে যারা তাদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, তাদেরকেও টার্গেট করে নির্মূলের পথ নিতে চাইছে।”

নাছিম বিবৃতিতে বলেন,”আমরা সকল ধরনের মানবাধিকার লঙ্ঘন, হত্যা মামলায় ঢালাওভাবে আসামি করা, সাংবাদিকদের থামিয়ে দেওয়ার লক্ষ্যে হত্যা মামলাকে ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, গণমাধ্যমের কণ্ঠরোধ, মানবাধিকার লঙ্ঘন করে কোনও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সম্ভব নয়।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত