Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না : জয়

সজীব ওয়াজেদ জয়। ভিডিও থেকে নেওয়া ছবি।
সজীব ওয়াজেদ জয়। ভিডিও থেকে নেওয়া ছবি।
[publishpress_authors_box]

আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন করতে বঙ্গবন্ধুর পরিবার প্রস্তুত আছে জানিয়ে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বুধবার রাতে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেইসবুকে নিজের ফেরিফায়েড পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সোমবার বিদেশ চলে যাওয়ার পর সরকারশূন্য অবস্থায় অরাজকতা চলছে বাংলাদেশে।

সেদিন উল্লসিত জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবনেও অবাধে ঢুকে পড়ে তছনছ করে। পাশাপাশি দেশের অনেক স্থানে আওয়ামী লীগ কার্যালয় ও দলটি সংশ্লিষ্ট বিভিন্ন ভবনের পাশাপাশি পুলিশের থানাগুলোতেও আগুন দেওয়া হয়।

গত এক মাসে সরকারের দমন অভিযানে ৫ শতাধিক মানুষ নিহতের জন্য পুলিশ ছিল ক্ষোভের লক্ষ্যবস্তু। সেই কারণে পুলিশ সদস্যরা আক্রান্ত হয়ে গা ঢাকা দিয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ভিডিও বার্তায় জয় বলেন, “বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারাদেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে, অনেককে হত্যা করা হয়েছে।

“এই পরিস্থিতিতে আমি বলতে চাই– আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।”

এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়ার দিনে এক ভিডিও বার্তায় জয় বলেছিলেন, তার পরিবার আর রাজনীতি করবে না।

এ প্রসঙ্গে বুধবার রাতের ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীর ওপর যেভাবে হামলা হচ্ছে… এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

“বাংলাদেশ যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না। আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।”

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জয় বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না। আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি।

“দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত।”

আওয়ামী লীগ সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, “বর্তমানে যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলব, আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদমুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ ও ভায়োলেন্স বাদ দেয়।”

তিনি বলেন, “শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র-নির্বাচন সম্ভব না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত