ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় কামাল হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণবিষয়ক সম্পাদক ছিলেন।
ওই ওয়ার্ডের যুবলীগকর্মী অভি হাসান জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইল ফোনে লুডু খেলছিলেন ৩৬ বছর বয়সী কামাল। সে সময় হঠাৎ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে চলে যায়।
পরে পথচারী ও স্থানীয়রা কামালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, “কারা, কী কারণে কামাল হোসেনকে হত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”