Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

pabna map
Picture of আঞ্চলিক প্রতিবেদক, বগুড়া

আঞ্চলিক প্রতিবেদক, বগুড়া

পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের রাঘবপুর ফকিরপুর গ্রামে শনিবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাবু শেখ ওরফে ঢাক বাবু (৪৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের প্রয়াত আজাহার শেখের ছেলে। উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রাঘবপুর ফকিরপুর মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন বাবু শেখ। সেসময় পাশের পাটক্ষেত থেকে কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত