Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

শেখ হাসিনাই সংসদ নেতা

আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: ফোকাস বাংলা
আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: ফোকাস বাংলা
[publishpress_authors_box]

ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচন নির্বাচিত হয়েছেন। বুধবার আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদেরও নেতা ছিলেন।

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বুধবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচন করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়।

এদিকে, সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেও আবার নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এছাড়া বর্তমান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লিটন চৌধুরী।

এর আগে বুধবার আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সকাল সোয়া ১০টার দিকে সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত