Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

আজাদকে গোল বন্যায় ভাসালো আবাহনী

আবাহনীর পুষ্কর খীসা মিমোর আক্রমণ। ছবি : সকাল সন্ধ্যা
আবাহনীর পুষ্কর খীসা মিমোর আক্রমণ। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

গ্রীন ডেল্টা ইন্স্যরেন্স প্রিমিয়ার হকি লিগে আবাহনী ধসিয়ে দিয়েছে আজাদ স্পোটিংকে। তারা মঙ্গলবার ১০-১ গোলে আজাদকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে।

 বিজয়ী দলের পুষ্কর খীসা মিমো, রকিবুল হাসান রকি ও রোমান সরকার দুটো করে গোল করেছেন।

ম্যাচের দ্বিতীয় মিনিটে আবাহনী এগিয়ে যায় পেনাল্টি কর্ণার কাজে লাগিয়ে। গোল করেন ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল। এরপর নিয়মিত বিরতিতে গোল করে যায় তারা।

একটি করে গোল করেছেন নাঈম উদ্দিন, আবদুল্লাহ, আশরাফুল ও শিতুল।

আজাদের হয়ে একমাত্র গোলটি করেছেন মোহাব্বত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত