Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আজিজ-বেনজীরের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত : ফখরুল

ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল
ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল
[publishpress_authors_box]

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের কর্মকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “একজন আজিজ শুধু নয়, একজন বেনজীর শুধু নয়। অসংখ্য আজিজ ও বেনজীর আপনারা তৈরি করেছেন যারা লুট করে খাচ্ছে।”

বুধবার বিকালে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

আজিজ-বেনজীরের কৃতকর্মের দায় সরকারের এমন মন্তব্য করে তিনি বলেন, “আপনারা কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে, সাবেক পুলিশ প্রধানের হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র-পত্রিকায় বেরিয়ে আসছে। তাকে আপনি লালন করেছেন। অনেক আগে স্যাংশন দেওয়ার পরও তাকে আপনি আইজি বানিয়েছেন।

“একইভাবে আজকে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে, একটা মাত্র কারণে। সে বাংলাদেশে লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই দায় কি শুধু ওদের? এই দায় সরকারের, যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন।”

এসব কারণে সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “এজন্য আমি বার বার বলছি যে, আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। বেনজীর বা আজিজ কেন তৈরি হয়? দুর্নীতি কি শুধু তারা করেছে? একজন আজিজ শুধু নয়, একজন বেনজীর শুধু নয়। অসংখ্য আজিজ ও বেনজীর আপনারা তৈরি করেছেন, যারা লুট করে খাচ্ছে।”

আওয়ামী লীগ বর্গীতে পরিণদ হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, “তাদের একমাত্র কাজ বাংলাদেশের সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করে সেখানে সম্পদ গড়ে তোলা।”

এসময় গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে জোরদার করতে সবাইকে জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল।

দেশের তরুণ-যুবকদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আসুন আমরা সবাই বেরিয়ে পড়ি। আমরা এমন একটা প্রতিরোধ গড়ে তুলি যে, ভয়াবহ দানব আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে তাদের পরাজিত করে সত্যিকার অর্থে একটি জনগণের রাষ্ট্র, গণতন্ত্রের রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হই।”

আলোচনা সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত