কত রকমের রেকর্ডই হয় ক্রিকেটে। ওয়ানডেতেই যেমন, টানা ৫ বছর কোনো স্পিনার বোল্ড করতে পারেননি বাবর আজমকে! স্পিনে এতটাই শক্তিশালী পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। স্পিনারদের বিপক্ষে সেই দাপটটা শেষ হলো আজ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৪৪ বলে ৩৭ রান করা বাবরকে বোল্ড করলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। সিরিজের প্রথম ওয়ানডেতে শুরু থেকেই রক্ষণাত্মক ছিলেন পাকিস্তানি ব্যাটাররা। তবে বাবর ছিলেন ছন্দে। অস্ট্রেলিয়ার মাটিতে চেনাচ্ছিলেন নিজের জাত।
ওপেনার আব্দুল্লাহ শফিক ২৬ বলে করেছিলেন ১২ রান আর নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করতে খেলেছেন ৭১ বল। সেখানে বাবর ৩৭ করেন কেবল ৪৪ বলে। তখন ধারাভাষ্যে বলা হচ্ছিল, ‘‘টেস্ট সিরিজে বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। কামরান ওর জায়গায় ভালো খেলেছে, কিন্তু বাবর হচ্ছে বাবর।’’
বাবর অবশ্য ওয়ানডেই খেললেন এক বছরের বেশি সময় পর। সবশেষ গত বছর ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে করেন ৩৮ রান। এবার অস্ট্রেলিয়া সফরের প্রথম ওয়ানডেতে ৩৭। ফিফটি না পেলেও নিজে যে ছন্দে আছেন, সেটাই ফুটে উঠেছে ইনিংসটিতে।
শুরুতে ব্যাট করা পাকিস্তান ৩৮ ওভারে ৭ উইকেটে করেছে ১৫২ রান। মিচেল স্টার্ক নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট প্যাট কামিন্স, শিন অ্যাবট, অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুসানের।