প্রথম টেস্টে লজ্জায় ডুবেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হেরেছে তারা। মুলতানে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ম্যাচে অভিষেকেই সেঞ্চুুরি তুলে নিয়েছেন কামরান গুলাম। বাবর আজমের জায়গায় সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) কামরানের সেঞ্চুরিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ৯০ ওভারে ৫ উইকেটে ২৫৯ রান। দ্বিতীয় দিন শুরু করবেন ৩৭ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান। ৫ রানে অপরাজিত আছেন সালমান আলী আগা।
বাবর আজমকে বাদ দেওয়াটা মানতে পরছেন না অনেকে। মাইকেল ভন তো পাকিস্তানি নির্বাচকদের ‘নির্বোধ’ বলেছেন এজন্য। তবে টানা ১৮ ইনিংস ফিফটি না পাওয়ায় একটা বিরতি দরকার ছিল পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারের।
বাবরের জায়গায় পাকিস্তান সুযোগ দিয়েছে কামরান গুলামকে। ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ সেঞ্চুরিসহ ৪৩৭৭ রান করা কামরান গুলাম সেঞ্চুরি দিয়ে রাঙালেন টেস্ট অভিষেক। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন ২৯ বছর বয়সী এই ব্যাটার। ১৯২ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূরণ করেন কামরান।
শেষ পর্যন্ত ১১৮ রানে আউট হয়েছেন তিনি। শোয়েব বশিরের বলে বোল্ড হওয়ার আগে ২২৪ বলের ইনিংসটি কামরান সাজান ১১ চার ও ১ ছক্কায়।
ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কামরান। গত এক দশকে প্রথম শ্রেণি ক্রিকেটে আলো ছড়িয়ে যাচ্ছিলেন তিনি। ২০২৩ সাল থেকে তার ব্যাটিংয়ের ধার আরও বেড়েছে। এই সময়ে লাল বলের ক্রিকেটে তার গড় ৬৭’র ওপরে। এরপরও সুযোগ মিলছিল না পাকিস্তান দলে।
অতঃপর বাবর আজমের রানখরায় টেস্ট দলে ডাক পড়ে কামরানের। ডাক পেয়েই একাদশে তার সুযোগ মিলে যায় বাবরের চার নম্বর পজিশনে। আর নেমেই পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।