দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল পাকিস্তান। বিশ্বকাপের আগে বাবর আজমদের হারিয়ে চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপটে ৭ উইকেটে জিতে ১-১ সমতা ফেরাল পাকিস্তান।
আয়ারল্যান্ডের ১৯৩ রানের চ্যালেঞ্জ ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ঝড়ে ১৭ বল হাতে রেখে পেরিয়ে যায় পাকিস্তান। ফখর ৪০ বলে ৭৮ আর রিজওয়ান খেলেন ৪৬ বলে ৭৫ রানের ইনিংস।
এই ম্যাচে ভিসা জটিলতা কাটিয়ে খেলেছেন মোহাম্মদ আমির। ৪ ওভারে ৪৪ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। শাহিন শাহ আফ্রিদি ৪৯ রানে নেন ৩ উইকেট। আইরিশদের হয়ে সবচেয়ে বেশি ৫১ রানের ইনিংস লরকান টাকারের।
অধিনায়ক বাবর আজম আউট হয়েছিলেন ০ রানে। তবে এই ম্যাচে একটা রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে এটা ছিল টি-টোয়েন্টিতে বাবরের ৪৫তম জয়। এই ফরম্যাটে এত বেশি ম্যাচ জেতাতে পারেননি আর কোনও অধিনায়ক। ৪৪ ম্যাচ জেতানোর রেকর্ডটা যৌথভাবে এতদিন ছিল উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার। তাকে ছাড়িয়ে গেলেন বাবর।
বাবর ৪৫ ম্যাচ জিতেছেন ৭৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে। উগান্ডার মাসাবা ৪৪ ম্যাচ জিতেছেন ৫৬ ম্যাচ নেতৃত্ব দিয়ে। ৭৮ ম্যাচ নেতৃত্ব দেওয়াটাও রেকর্ড। ৭৬ ম্যাচ অধিনায়কত্ব করে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।