Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বাবরের মাইলফলক ছাপিয়ে আর্চারের ফেরা

222
[publishpress_authors_box]

টি-টোয়েন্টিতে মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড গড়ছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচেও গড়লেন মাইলফলক। রোহিত শর্মাকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন তার। বাবরের রান ৩৯৮৭ ও রোহিতের ৩৯৭৪। ৪০৩৭ রান নিয়ে চূড়ায় বিরাট কোহলি।

বাবরের মাইলফলক ছাপিয়ে আলোচনায় অবশ্য জোফরা আর্চার। ৩৮৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আর্চার। ফেরাটাও স্মরণীয় হয়েছে তার। শেষ ওভারে উইকেটে এসে ১ চার ও ১ ছক্কায় ৪ বলে করেন ১২ রান। এরপর বল হাতে ২৮ রানে নেন ২ উইকেট। ইংল্যান্ড পায় ২৩ রানের জয়।

শুরুতে ব্যাট করা ইংল্যান্ড থামে ৭ উইকেটে ১৮৩ রানে। জবাবে পাকিস্তান অলআউট ১৬০ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন অধিনায়ক জস বাটলার। ৫১ বলে ৮ চার ও ৩ ছক্কায় গড়া ইনিংসে জিতেন ম্যাচ সেরার পুরস্কারও।

৭৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতে বাটলারের সঙ্গী উইল জ্যাকস করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান। জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ ও ওপেনার ফিল সল্ট ৯ বলে করেন ১৩ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শাহিন আফ্রিদির। বিশ্বকাপে সহ-অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবারও আলোচনায় তিনি। ইমাদ ওয়াসিম ও হারিস রউফ নেন ২টি করে উইকেট।

জবাবে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান অফ স্পিনার মঈন আলীকে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ইনিংসের তৃতীয় বলেই। অপর ওপেনার সাইম আয়ুব ফেরেন ২ রানে। বাবর আজম ২৬ বলে ৩২ ও ফকর জামান ২১ বলে ৪৫ করলেও জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটা। রিস টপিল নেন ৩ উইকেট।

সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ জিতে ১-০’তে এগিয়ে গেল বাটলারের দল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত