Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

পাকিস্তানের জয় কীভাবে দেখছেন বাদ পড়া বাবর-শাহিন

babar-shaheen-1
[publishpress_authors_box]

দীর্ঘ সাড়ে তিন বছর পর দেশের মাটিতে টেস্ট জিতেছে পাকিস্তান। দিনের হিসাবে ১ হাজার ৩৪৭ দিন পর। দীর্ঘ অপেক্ষা শেষে পাওয়া জয়টি এসেছে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে ছাড়া। মুলতান টেস্টের দল থেকে তারা বাদ পড়েছেন। বাইরে থাকলেও দলের জয়ে তাদের বাধভাঙা উল্লাস।

মুলতানের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান। একই ভেন্যুতে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানের হারের লজ্জা বরণ করতে হয়েছিল স্বাগতিকদের। ওই টেস্টের পারফরম্যান্সের পর বাবর ও শাহিনকে বাদ দেওয়া হয়েছে পরের দুই টেস্ট থেকে। তাদের ছাড়া খেলেই ফল পেল পাকিস্তান।

টানা সাত টেস্ট হারের পর জয়ের মুখ দেখেছে শান মাসুদরা। দুই স্পিনার- নোমান আলী ও সাজিদ খানের দুর্দান্ত বোলিংয়েই এসেছে এই জয়। ইংল্যান্ডের ২০ উইকেটের সবক’টি পেয়েছেন এই দুই স্পিনার। স্বভাবতই তাদের প্রশংসায় পঞ্চমুখ শাহিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই পেসার লিখেছেন, “ঘরের মাঠে দুর্দান্ত জয়। পাকিস্তানকে অভিনন্দন। নোমান আলী ও সাজিদ খান অসাধারণ। একই সঙ্গে কামরান গুলামের স্বপ্নের মতো অভিষেক হয়েছে। অনেক বড় অবদান রেখেছে সালমান আলী আগা।”

দলের জয়ের আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন বাবরও। তিনি লিখেছেন, “দুর্দান্ত জয়। প্রচেষ্টা ও নিবেদনের জন্য গর্বিত।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত