আর কোনও গুঞ্জন নয়। বাবর আজমকেই নেতৃত্বে ফিরিয়ে আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজ (রবিবার) পিসিবি জানিয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব দিবেন বাবর।
ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা মেনে নিজেই তিন ফরম্যাটের নেতৃত্বে ছেড়ে দিয়েছিলেন বাবর। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। শাহিনের নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান।
এরপর পিএসএলেও ব্যর্থ ছিল তার দল। তাই বিশ্বকাপের আগে প্রশ্ন উঠে শাহিনের নেতৃত্ব নিয়ে। নতুন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও ইঙ্গিত দিয়েছিলেন বাবরকে ফেরানোর। সেই গুঞ্জনটাই সত্যি হল।
অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ১৩৭ দিন পর আবারও ফেরানো হল বাবরকে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে তাই টস করতে নামবেন বাবরই।
টেস্টে অবশ্য টিকে গেছেন শান মাসুদ। আপাতত সাদা বলে বাবর আর লাল বলের অধিনায়ক শান মাসুদ।
তেমনি দুই ফরম্যাটে দুই কোচও নিয়োগ দিতে চায় পাকিস্তান। গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি এক্ষেত্রে পছন্দ তাদের। এখন এই দুজন রাজি হলেই হয়।