আলোচনা-সমালোচনা দুটোই ছিল বাবর আজমের নেতৃত্বে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরও তার ওপর আস্থা রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বাইরে বয়ে যাচ্ছিল সমালোচনার ঝড়। এতদিন নেতৃত্ব নিয়ে চুপ থাকলেও এবার সরেই দাঁড়ালেন বাবর। পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছেড়েছেন এই ব্যাটার।
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন বাবর। যদিও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তাকে সাদা বলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিন মাস পরই, ২০২৪ সালের মার্চে আবার তাকে দেওয়া হয় সীমিত ওভার ক্রিকেটের নেতৃত্ব।
নেতৃত্বের পালাবদলে এবার নিজে থেকেই অধিনায়কের পদ থেকে পদত্যাগ করলেন বাবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে চাপ কমানোর কথা বলেছেন তিনি।
বাবর বলেছেন, “আমি পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের, কিন্তু এখন আমার পদত্যাগ করার ও আমার খেলার ভূমিকায় নজর দেওয়ার সময়।”
সঙ্গে যোগ করেছেন, “অধিনায়কত্ব একটি পুরস্কৃত অভিজ্ঞতা, তবে এটি একটি উল্লেখযোগ্য কাজের চাপ যোগ করেছে। আমি আমার পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, আমার ব্যাটিং উপভোগ করতে চাই এবং আমার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাই।”
বাবর সরে দাঁড়ানোর পর সীমিত ওভারে পাকিস্তানের অধিনায়ক কে হবেন, সেই আলোচনা শুরু হয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর বাবরকে সরিয়ে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। তবে এক সিরিজ পরই তাকে সরিয়ে আবার বাবরকে বসানোর হয় নেতৃত্বের চেয়ারে। তবে কি বাঁহাতি পেসার আবার হচ্ছেন অধিনায়ক?