বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পৃথিবী দেখার স্বপ্ন বাবর আলীর। আর সর্বোচ্চ বিন্দু তো একটাই। হিমালয়ের মাউন্ট এভারেস্ট।
পরিশ্রম আর অধ্যবসায়ের ফলস্বরূপ স্বপ্নের সেই পর্বতশৃঙ্গ অভিযানে গেছেন বাবর। বাংলাদেশ থেকে এর আগেও পবর্তারোহীরা মাউন্ট এভারেস্ট অভিযানে গেছেন। তবে তাদের সঙ্গে বাবরের পার্থক্য আছে।
বাবর কেবল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গই নয়, একই সঙ্গে চতুর্থ উঁচু পর্বত মাউন্ট লোৎসেও আরোহণ করবেন। বাংলাদেশ থেকে এই প্রথম কোনও পর্বতারোহী এক অভিযানে মাউন্ট এভারেস্ট আর লোৎসে আরোহণের চ্যালেঞ্জ নিয়েছেন। এর জন্য গত ১৪ বছর ধরে নিজেকে গড়ে তোলেন বাবর।
২৯ হাজার ২৮ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট ও ২৭ হাজার ৯৪০ ফুট উচ্চতার লোৎসে অভিযানের জন্য পয়লা এপ্রিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছান বাবর। সেখানে তিনি পর্বতারোহণে প্রয়োজনীয় অনুমতি নেন। নানা সরঞ্জামও কেনেন। এরপর কাঠমান্ডু থেকে লুকলায় পৌঁছান বাবর।
সপ্তাহখানেকের ট্রেকিং শেষে আগামী বুধবার বা বৃহস্পতিবার এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছাবেন বাবর। মূল অভিযান শুরু হবে সেখান থেকে। বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবেন বাবর।
বাবরের এভারেস্ট-লোৎসে অভিযানে সময় লাগবে প্রায় দুই মাস। আবহাওয়া অনুকূলে থাকলে মে এর তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে তিনি এভারেস্টের চূড়ায় আরোহণ করতে পারবেন।
নেপালে যাওয়ার আগে বাবরের অভিযান নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল স্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অনুষ্ঠানে সভাপতি ছিলেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান।
সংবাদ সম্মেলনে বাবর বলেছিলেন, “বেশিরভাগ পর্বতারোহীই বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে বাকি পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি সবসময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি। এজন্য এক অভিযানেই এভারেস্টের সঙ্গে লোৎস পর্বত আরোহণের চেষ্টা করব।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ভার্টিক্যাল ড্রিমার্সের সাবেক সভাপতি শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।
বাবরের অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে পাশে দাঁড়িয়েছেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকে এই পর্বতারোহীকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন।
২০১০ সালে চট্টগ্রামের বাসিন্দা বাবরের ট্রেকিংয়ের জগতে পায়েখড়ি হয়। সেসময় তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোতে ট্রেকিং করতেন।
চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য বাবর। এই ক্লাবের হয়ে ২০১৪ সাল থেকে হিমালয়ের নানা শিখরে অভিযান করেন তিনি।
২০১৭ সালে ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী শহরের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ নিয়ে প্রশিক্ষণ নেন বাবর।
২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম আরোহণ করেন তিনি।