Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বক্স অফিসে যেমন চলছে ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’

Vicky Bad Newz
[publishpress_authors_box]

সিনেমা মুক্তি পাওয়ার আগেই ‘তওবা তওবা’ গানের সঙ্গে পায়ে পা মিলিয়ে নেচে সোশাল মিডিয়াতে ঝড় তুলেছেন ভিকি কৌশল। ‘ব্যাড নিউজ’ সিনেমার এই গান ও নাচের তালে পা মেলায়নি এমন খুব কমই আছেন। এ কারণেই সিনেমা নিয়েও তর তর করে চড়েছে প্রত্যাশার পারদ। অথচ ১৯ জুলাই মুক্তির পর ‘ব্যাড নিউজ’ সিনেমার খবর কিছুটা ফিকে হয়ে গেছে।

অবশ্য গত ১০ দিনে বক্স অফিসে একেবারে বাতিলের খাতায় চলে যায়নি সিনেমাটি; বরং একটু একটু করে এগুচ্ছে।

একশ কোটির ক্লাবে এখনও যোগ না দিলেও ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির ‘ব্যাড নিউজ’ ৫০ কোটি রুপি ছুঁই ছুঁই করছে।

৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রথম দিনে তুলে আনে সাড়ে ৮ কোটি রুপি। মুক্তির প্রথম সপ্তাহ শেষে আয় গিয়ে দাঁড়ায় ৪২ দশমিক ৮৫ কোটি রুপি।

ভারতীয় সিনেমার বক্স অফিসের খবর নিয়ে স্যাকনিল্ক ওয়েবসাইট বলছে, ভিকি কৌশলের এই সিনেমা মুক্তির পাওয়ার নবম দিনে আয় করেছে ৩ দশমিক ২৫ কোটি রুপি।

সব মিলিয়ে এই সিনেমার মোট আয় এখন ৪৮ দশমিক ২৫ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে।

কথা ছিল ‘ব্যাড নিউজ’ সিনেমার নাম হবে ‘মেরে মেহবুব মেরে সনম’। আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন নেহা ধুপিয়া।  

‘ব্যাড নিউজ’ দেখা দর্শকরা এই সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। সিনেমার রেটিং মোটামুটি মিলছে। তবে ভিকি কৌশলের প্রশংসা দেখা যাচ্ছে সবখানে।

ইন্ডিয়া টুডের দেওয়া রেটিং ২/৫।

আর ইন্ডিয়া টুডের রিভিউ বলছে, “এই সিনেমার মূল পার্থক্য গড়ে দিয়েছে ভিকি কৌশল।

“চরিত্রে এতো বৈচিত্র থাকার পরেও একবারের জন্যও মূল বৈশিষ্ট্য থেকে সরে যেতে দেখা যায়নি ভিকিকে। সিনেমার সংলাপ তার মুখে একেবারে গেঁথে গেছে। আর তার উপস্থিতি একজন সত্যিকার সুপারস্টারের মতোই।”

দ্য ইকোনমিক টাইমস বলছে, “ভিকির ভক্তদের কেউ কেউ এই সিনেমার রেটিং করেছে ৪.৫/৫। আবার অনেকেই দিয়েছে মোটে এক।

”অন্যদিকে কেউ কেউ পর্দায় ভিকির উপস্থিতির প্রশংসা করলেও তার সহশিল্পীর অভিনয়ের সমালোচনা করেছেন।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত