কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় বাস ও সরকারি অফিস ভাংচুরের অভিযোগে মাদারীপুর সদর থানার মামলায় গ্রেপ্তার তিন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত।
শনিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী এই আদেশ দেন।
জামিন পাওয়া শিক্ষার্থীরা মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রাম, পশ্চিম রঘুরামপুর গ্রাম ও শহরের সরদার কলোনি এলাকার বাসিন্দা।
শিক্ষার্থীদের আইনজীবী মেজবাহ উদ্দিন সাংবাদিকদের জানান, মাদারীপুর সদর থানার দুটি আলাদা মামলায় গত ১৮ ও ১৯ জুলাই এই তিন শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়। তারা এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় শনিবার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।