জুয়েলারি শিল্পের উন্নয়নে গোল্ড ডিলিং লাইসেন্স আইনের জরুরি ভিত্তিতে সংস্কার চায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই আইন সংস্কারে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার কক্সবাজারের একটি হোটেলে বাজুস আয়োজিত তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বাজুস নেতাদের বক্তব্যে এই প্রসঙ্গ উঠে আসে।
বাজুসের নেতারা বলেন, দেশের অধিকাংশ জুয়েলারি প্রতিষ্ঠানের গোল্ড ডিলিং লাইসেন্স না থাকায় অনেক প্রতিষ্ঠানের ব্যবসার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। এই লাইসেন্স গ্রহণ ও নবায়নের সময় সারাদেশের জেলা প্রশাসনের কার্যালয়গুলোয় হয়রানির মুখে পড়তে হয়। এল. আর. ফান্ডের নামে অনেক ডিসি অফিসে ব্যবসায়ীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করে বলেও অভিযোগ ব্যবসায়ীদের।
অনুষ্ঠানে বাজুস মুখপাত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্য দিলীপ কুমার রায় বলেন, “জুয়েলারি শিল্পের এক সময় সোনালি অতীত ছিল। তবে সরকারের অধিকতর পৃষ্ঠপোষকতা না থাকার কারণে আজ এ শিল্প বিলুপ্তির পথে। আমরা তা ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা দেশে জুয়েলারি বিপ্লব ঘটাতে চাই এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই।”
সরকারের জুয়েলারি শিল্পে বিশেষ মনোযোগ দেবে এমন আশাও করেন তিনি।
বিশ্ব ব্যাংকের আন একসিলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি) প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে সারাদেশের ৮ হাজার জনকে এই প্রশিক্ষণ দিতে কর্মসূচি শুরু করেছে বাজুস। এরই অংশ হিসেবে গত ১০ জুলাই জুয়েলারি খাতের টপ ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্স শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে এএসএসইটি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম বলেন, “সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এই প্রকল্প হাতে নিয়েছে। এর মূল লক্ষ্য অদক্ষ শ্রমিকদের দক্ষ হিসেবে গড়ে তোলা। যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তোলা।”
বাজুস উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাজুসের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য আনোয়ার হোসেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
তিন দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক রাজু আহমেদ, আরএমজি এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সিইও উইং কমান্ডার মোঃ জগলুল হায়দার, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার দিলসাদ হোসেন দুদুল, আরণ্যক ফাউন্ডেশনের কমিউনিকেশন এন্ড অ্যাডভোকেসি লিড আরিফুর রহমান, এসিস্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সির কনসালট্যান্ট কায়সার হামিদ।