Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

রিয়াল মাদ্রিদেই ইতিহাস গড়তে চান ভিনিসিয়ুস

vini
[publishpress_authors_box]

সৌদি আরব থেকে এসেছে ১ বিলিয়ন ডলারের প্রস্তাব। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১১ হাজার ৯৪৮ কোটি টাকা! ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় এই প্রস্তাব সম্ভবত এতটুকু নড়াতে পারেনি ভিনিসিয়ুস জুনিয়রকে। কারণ বর্তমান ঠিকানা রিয়াল মাদ্রিদেই ইতিহাস গড়ার স্বপ্ন তার।

এরইমধ্যে রিয়ালের অনেক সুখকর মুহূর্তের জন্ম হয়েছে ভিনিসিয়ুসের চমৎকার ফুটবলে। বয়স তার মোটে ২৪। সামনে উজ্জল ভবিষ্যতের ডাক। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে আরও উঁচুতে যাওয়ার লক্ষ্য এই ফরোয়ার্ডের এবং সেটা রিয়ালের জার্সিতেই।

আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেছেন, “আমি সবসময় রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখতাম। আমার বয়স এখন ২৪। সামনের দিনগুলোতেও একইভাবে নিজেকে উজাড় করে দিয়ে দুর্দান্ত এই দলের হয়ে ইতিহাস গড়তে চাই। সবাই এই সুযোগটা পায় না, তাই আমি এই জার্সিতে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে চাই।”

এবারের ব্যালন ডি’অরে অন্যতম ফেভারিট ভিনিসিয়ুস। ব্যক্তিগত অর্জনের সবচেয়ে মর্যাদার পুরস্কার নিয়েও কথা বলেছেন তিনি, “ছেলেদের ফুটবলের কথা বললে কাকাকে উদাহরণ হিসেবে সামনে আনা যায় (যিনি ব্যালন ডি’অর জিতেছেন)। আমাদের রোনালদো আছেন, যিনি দুইবার জিতেছেন (ব্যালন ডি’অর)। আরও আছেন রোনালদিনহো, রিভালদোসহ অনেক ব্রাজিলিয়ান, যারা ব্যালন ডি’অর জিতেছেন।”

ভিনির হাতে খুব করে ব্যালন ডি’অর দেখতে চান রোনালদো। নতুন মৌসুম শুরুর আগে এই ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজের বাসায় ভিনিকে অনুশীলনের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছিলেন।

সেই ঘটনা রিয়াল ফরোয়ার্ড বর্ণনা করেছেন এভাবে, “রোনালদো ও রোনালদিনহো আমার খুব ঘনিষ্ঠ, যারা সবসময় আমাকে বলেন- আমি ব্যালন ডি’অর জিতব। ইবিজায় আমি রোনালদোর সঙ্গে ছিলাম এবং তার বাসায় অনুশীলন করেছি। তিনি আমাকে বলেছিলেন, ‘এখানে কয়েকদিন অনুশীলন করো, যাতে ব্যালন ডি’অরের আরও কাছে যেতে পারো।”

সঙ্গে যোগ করেছেন, “এখানে অনেক খেলোয়াড় আছে যারা দুর্দান্ত পারফর্ম করেছে এবং ব্যালন ডি’অর জেতার প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। এই পুরস্কারটা জিততে পারলে সত্যিই সেটা অবিশ্বাস্য কিছু হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত