Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

ব্যালন ডি’অর লড়াইয়ে নেই মেসি-রোনালদো

মেসি-রোনালদো-৬
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা হলো না লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। ২০০৩ সালের পর এবারই প্রথম দুই মহাতারকাকে ছাড়া হতে যাচ্ছে ব্যক্তিগত পুরস্কারের এই লড়াই।

গত ২০ বছরের ব্যালন ডি’অরের ইতিহাসে মেসি কিংবা রোনালদো- দুজনের কেউ না কেউ অন্তত থেকেছেন পুরস্কারটির সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু এবার দুজনের একজনও নেই। তবে প্রত্যাশামতো আছেন জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৪ সালের ব্যালন ডি’অর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের এই দুই তারকাকেই ফেভারিট ধরা হচ্ছে।

রোনালদো ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার। যদিও ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটির গত সংস্করণেও সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না পর্তুগিজ যুবরাজ। অন্যদিকে মেসি গত বছর সোনার বল হাতে তুলে পুরস্কারটি জিতেছেন রেকর্ড আটবার।

আর্জেন্টাইন ফরোয়ার্ড এ বছর জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। এরপরও ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতে জায়গা হলো না তার।

২০২৪ সালে ইউরো জিতেছে স্পেন। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্পেনের ছয় খেলোয়াড়। ১৭ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালের সঙ্গে রয়েছেন নিকো উইলিয়ামস, রোদ্রি, আলেহান্দ্রো গ্রিমালদো, দানি ওলমো ও দানি কারভাহাল।

চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের সাতজন খেলোয়াড়। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্যারিস সেন্ত জার্মেই থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে, বেলিংহাম ও ভিনিসিয়ুস।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা :

জুড বেলিংহাম, রুবেন দিয়াস, ফিল ফডেন, ফেদেরিকো ভালভার্দে, এমিলিয়ানো মার্তিনেস, আর্লিং হলান্ড, নিকো উইলিয়ামস, গ্রান্ট জাকা, আর্তেম দোভবিক, টনি ক্রুস, ভিনিসিয়ুস জুনিয়র, দানি ওলমো, ফ্লোরিয়ান উইর্টজ, মার্তিন ওডেগার্ড, ম্যাটস হামেলস, রোদ্রি, হ্যারি কেইন, ডেকলান রাইস, ভিতিনিয়া, কোল পালমার, দানি কারভাহাল, লামিন ইয়ামাল, বুকায়ো সাকা, হাকান কালহানোগ্লু, উইলিয়াম সালিবা, কিলিয়ান এমবাপ্পে, লাউতারো মার্তিনেস, আদেমোলা লুকমান, আন্টোনিও রুডিগার, আলেহান্দ্রো গ্রিমালদো।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত