Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

ফাইনালে ব্যালন ডি’অরের লড়াই

পট৫
[publishpress_authors_box]

এবারের ব্যালন ডি’অরের ফেবারিট কে? চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর এগিয়ে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়ালকে চ্যাম্পিয়ন করার পথে ৬ গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান। ফাইনালে ১টি আর সেমিফাইনালের প্রথম লেগে করেছিলেন জোড়া গোল। শেষ ষোলোতেও করেছিলেন গুরুত্বপূর্ণ একটি গোল।

কোপা আমেরিকায় ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় বদলে গেছে হিসেবটা। সম্ভাবনা বেড়েছে ইংল্যান্ডের জুড বেলিংহাম আর লিওনেল মেসিরও। আজ স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হলে ব্যালন ডি’অর জেতার দৌড়ে এগিয়ে যাবেন বেলিংহাম। তেমনি কোপার ফাইনাল জিতলে সম্ভাবনা বাড়বে লিওনেল মেসিরও।

স্পেন ইউরো চ্যাম্পিয়ন হলে কী হবে? তখন সম্ভাবনা বাড়বে দানি কারভাহাল ও লামিনে ইয়ামালের। কারভাহালও রিয়ালের হয়ে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ। রক্ষণে দুর্গ গড়া কারভাহাল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন স্পেনকে ফাইনালে পৌঁছে দিতে।

ফাইনালে গোল বা অ্যাসিস্ট করলে সম্ভাবনা বাড়বে তরুণ লামিনে ইয়ামালেরও। বার্সেলোনার হয়ে শিরোপা না জিতলেও এবারের ইউরোয় সেমিফাইনাল পর্যন্ত তার গোল একটি, অ্যাসিস্ট তিনটি। একটি টুর্নামেন্টে ভালো করে পুরস্কারটা জেতার অতীত ইতিহাসও কম নেই।

সুযোগ আছে কারভাহাল ও ভিনিসিয়ুসেরও।

ইয়ামালের জন্য আলোচনায় এসেছে জার্মানির একটি আইনও। জার্মানিতে রাত ১১টার পর অনূর্ধ্ব–১৮ বছর বয়সীর কাজ করার নিয়ম নেই, সেটা খেলাধুলার বেলাতেও। আজকের স্পেন–ইংল্যান্ড ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ালে ঘড়ির কাঁটা পেরিয়ে যাবে রাত ১১টা। সেক্ষেত্রে ইয়ামালকে তুলে নিতে হবে, নাহলে জরিমানা গুণতে হবে ৩০ হাজার ইউরো।

জার্মানির কনস্ট্যানৎজ বিশ্ববিদ্যালয়ের আইনি বিশেষজ্ঞ স্টেফান গ্রাফ অবশ্য দাবি করেছেন, খেলাধুলার বেলায় স্পেনের এ ধরনের শাস্তি হওয়ার কথা নয়। এ নিয়ে প্রতিবেদনও করেছে দ্য বিল্ড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত