Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

রুমায় পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করে ৪ নির্দেশনা প্রশাসনের

ss-bandorban-5-4-24
[publishpress_authors_box]

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানের মধ্যে সেখানে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করার পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের চারটি নির্দেশনা মেনে চলতে বলেছে স্থানীয় প্রশাসন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের ( রুটিন দায়িত্বে) স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে এ তথ্য।

গত মঙ্গলবার স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, যৌথবাহিনী অভিযান পরিচালনাকালে কোনও হোটেলে পর্যটকের রুম ভাড়া দেয়া যাবে না; কোনও পর্যটক পথ প্রদর্শকেরও পর্যটকদের কোনও পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না; কোনও পর্যটন কেন্দ্রে জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌ-পথেও পর্যটকের কোনও পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্বে) মো. দিদারুল আলম এ বিষয়ে বলেন, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে তিনি এ নির্দেশনা দেন।

গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা উপজেলা সদরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের শাখায় হানা দেয় সশস্ত্র ডাকাত দল। তারা ১৪টি অস্ত্র লুটের পাশাপাশি ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে। পরদিন দুপুরে হামলা হয় পাশের উপজেলা থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায়।

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা ওই হামলা চালায় বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান। ব্যাংক ম্যানেজার উদ্ধার পাওয়ার পর কুকি-চিনের বিরুদ্ধে অভিযানে নামে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত