Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

নতুন সিইসি আসার আগেই নামল বঙ্গবন্ধুর ছবি

SS-BANGABONDHU-PICTURE-REMOVE-FROM-EC-241124
[publishpress_authors_box]

এবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসাবে শপথ নিয়ে এ এম এম নাসির উদ্দীন সেখানে প্রবেশের আগেই এটি করা হয়েছে।

তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এরকম কোনও নির্দেশনা ছিল না; যারা মূলত পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত, তারা এ কাজটি করেছে।  

রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন সিইসিসহ অন্য চার কমিশনার।

পরে বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল নবনিযুক্ত সিইসিসহ তার সহকর্মীদের। দুপুরের খাবারসহ নামাজের কারণে মতবিনিময় সভাটি প্রায় ১ ঘণ্টা দেরি করে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে শুরু হয়।

তার আগে দুপুর থেকেই নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন কক্ষে শতাধিক সাংবাদিক অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি মই নিয়ে দুজন পরিচ্ছন্নতা কর্মী আসেন। তারা বঙ্গবন্ধুর ছবিটি নামিয়ে নেয়। এর কিছুক্ষণ পর ওই সভা শুরু হয়।

নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরাও এতদিন একই কক্ষে বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে এলেও বঙ্গবন্ধুর ছবি ‍সরেনি।

তবে আজ কেন বঙ্গবন্ধুর ছবি নামানো হলো—এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম বলেন, “না, এ রকম কোনও পূর্বের নির্দেশনা ছিল না। উনি (সিইসি) দেখা যায় জানেনই না। এটা যারা কক্ষ পরিস্কার করে, তারা হয়তো করেছে।”

রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হলে থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়। উপদেষ্টা হওয়ার পর দৃশ্যত এটিই ছিল মাহফুজ আলমের প্রথম কাজ।

সংবিধানের প্রথম ভাগেই বঙ্গবন্ধুর ছবি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সব সরকারি ও বেসরকারি অফিসে রাখার বাধ্যবাধকতার কথা রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নিলেও তার আগেই বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত