সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে জনতার উল্লাস দিন শেষে ভিন্ন দিকে মোড় নিয়েছে। দুর্বৃত্তরা লুটপাট করেছে গণভবনসহ দেশের সকল সরকারী দপ্তর। এছাড়া সারা দেশেই থানায় হামলা হয়েছে।
এই পরিস্থিতে পিছিয়ে গেল বাংলাদেশ “এ” দলের পাকিস্তান সফর। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
মঙ্গলবার সকালে “এ”দলের দেশত্যাগের কথা ছিল। বিসিবি জানিয়েছে “এ” দলের পাকিস্তান সফর আপাতত ৪৮ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কতদিন বা পরবর্তীতে কবে দল পাকিস্তানে যাবে তা এখনও নির্দিষ্ট করে জানাতে পারেনি বিসিবি।
সফর যাত্রা পেছালেও সূচিতে এখনও কোন পরিবর্তনের খবরও জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। এই সফরে পাকিস্তান “এ” দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশ “এ”দলের।
এই সফরের প্রথম চারদিনের ম্যাচে খেলার কথা আছে টেস্ট দলের সদস্য মুশফিকুর রহিম, মুমিনুল হকদের।