Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
জুনিয়র এএইচএফ কাপ

থাইল্যান্ডকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ

থাইল্যন্ডকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
থাইল্যন্ডকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।

বুধবার গ্রুপে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। এই জয়ে শুধু সেমিফাইনাল নিশ্চিত করেনি বাংলাদেশের যুবারা। একই সঙ্গে আগামী জুনিয়র এশিয়া কাপেও কোয়ালিফাই করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে এ পর্যন্ত টানা ৩ ম্যাচে সব কটিতেই জয় বাংলাদেশের। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে ২ জয় ও ১ হারে যথাক্রমে দ্বিতীয় স্থানে থাইল্যান্ড, তৃতীয় স্থানে ইন্দোনেশিয়া। সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা কোনও ম্যাচেই জয় পায়নি।

থাইল্যান্ডকে হারানোর উল্লাস বাংলাদেশের। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বিপক্ষে বুধবার ম্যাচের ১১ মিনিটে গোল করে এগিয়ে যায় থাইল্যান্ড। তবে ১৫ মিনিটে মোহাম্মদ আবদুল্লাহর গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর ২৬ মিনিটে মোহাম্মদ ইসলাম করেন ২-১। বাকি সময়ে বাংলাদেশের খেলোয়াড়দের দাপট ছিল ম্যাচে।

এরপর আমান শরিফের স্টিকে ৩-১ করে বাংলাদেশ। ৪৮ মিনিটে বাংলাদেশের মোহাম্মদ হোসেনের গোলে ৩-২ করে বাংলাদেশ। যদিও ৫৬ মিনিটে আরও একটি গোল করে থাইল্যান্ড। এতে অবশ্য হারের ব্যবধানই কমাতে পেরেছে তারা।

 ওদিকে মেয়েদের ম্যাচে প্রথমবার হারল বাংলাদেশ। বুধবার বাংলাদেশের মেয়েদের ৩-০ গোলে হারিয়েছে চাইনিজ তাইপে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত