Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

এবার টস জিতে আগে ব্যাটিং নিল বাংলাদেশ

toss
[publishpress_authors_box]

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফেরার ম্যাচে টস জিতে আগে বাটিংয়ে বাংলাদেশ। শারজার উইকেটে পরে ব্যাট করা বরাবরই কঠিন। টস জেতায় সেই কঠিন চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার চেষ্টা নাজমুল হোসেন শান্তদের।

এই ম্যাচে বাধ্যতামূলক ভাবে একটি পরিবর্তন আনতেই হতো। মুশফিকুর রহিম ইনজুরিতে থাকায় তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলি। ওয়ানডে এ উইকেটরক্ষক ব্যাটারের অভিষেক হচ্ছে আজ।

এছাড়া স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহদে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে নামবেন এই বাঁহাতি স্পিনার। এতে করে লোয়ার অর্ডারে একজন ব্যাটার কম নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে। নাসুমের চেয়ে ব্যাটিং পরাদর্শীতায় কিছুটা হলেও এগিয়ে রিশাদ।

বাংলাদেশ দুটি পরিবর্তন আনলেও আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে। আজকের ম্যাচে জিতলে দক্ষিণ আফ্রিকার পর টানা দ্বিতীয় সিরিজে শারজাতে জয় দেখবে দলটি।

বাংলাদেশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান : সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গাজানফার, নেঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত