Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সেমির জন্য ৬২ রানে জিততে হবে বাংলাদেশকে

2222222
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ভারত হারলেই বাদ বাংলাদেশ। সমীকরণটা ছিল এরকম। ভারত হারেনি। তারা ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে পৌঁছে গেছে সেমিফাইনালে। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সঙ্গে অপর সেমিফাইনালে কারা খেলবে?

অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ-তিন দলের জন্যই আছে সুযোগ। তবে অস্ট্রেলিয়ার হাতে কিছু নেই। তাদের চেয়ে থাকতে হবে কাল সকালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে।

৬ পয়েন্ট নিয়ে ভারত চ্যাম্পিয়ন গ্রুপ-১’এ। অস্ট্রেলিয়ার পয়েন্ট ২, রান রেট -০.৩৩১। আফগানিস্তানের পয়েন্ট ২, রান রেট -.০৬৫০। আর বাংলাদেশের পয়েন্ট ০, রান রেট -২.৪৮৯।

কাল শেষ ম্যাচে আফগানিস্তান যে কোনও ব্যবধানে বাংলাদেশকে হারালে ৪ পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে।

নাজমুল হোসেন শান্তর বাংলাদেশেরও সুযোগ তৈরি হয়েছে। এজন্য শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৬০ করলে আফগানিস্তানকে হারাতে হবে ৬২ রানে। রান কম-বেশি হলে আনুপাতিক হারে হবে হিসেবটা। অঙ্কটা খুবই কঠিন। কিন্তু ক্রিকেটে শেষ বল হওয়ার আগে অসম্ভব বলে কিছু নেই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত