এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা জাগিয়েও স্বপ্ন ভাঙল বাংলাদেশের। আগের ম্যাচে ম্যাকাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর আজ (রবিবার) বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও এগিয়ে ছিল ২-১ গোলে। তবে ৩-২ ব্যবধানে ম্যাচ হারায় গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল বাংলাদেশের যুবারা।
গ্রুপ ‘বি’তে প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর ফিলিপাইন ও ম্যাকাওকে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভালোভাবে। রবিবার আফগানদের হারালেই মিলত মূল পর্বের টিকিট।
নমপেনে সেই ম্যাচে ষষ্ঠ মিনিটে মিঠু চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দূরপাল্লার শটে ইয়াসির শাফি সমতা ফেরান ২৯ মিনিটে। তবে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। ইনজুরি টাইমের প্রথম মিনিটে মোর্শেদ আলী এগিয়ে দেন বাংলাদেশকে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নার থেকে সতীর্থ শফিক রহমানের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
৫৫ মিনিটে মোহাম্মদ মানিকের অসাধারণ হেড আফগান গোলরক্ষক আবদুল রহিম রাসূলি ঠেকালে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। এরপর আফগানরা ঘুরে দাঁড়ায় প্রবলভাবে। তাতে দায় আছে বাংলাদেশের রক্ষণেরও। ৬৪ মিনিটে মোহাম্মদ মিলাদ নূরির গোলে সমতায় ফিরে আফগানিস্তান।
নাওয়াদ মাহবুবির কাট ব্যাকটি গোলকিপার আলিফ হোসেন ফেরালেও, ফিরতি বলে বাংলাদেশের তিন ডিফেন্ডারের মাঝখানে দিয়ে জালে পাঠান মোহাম্মদ মিলাদ নূরি। ৭০ মিনিটে আরাশ আহমাদির গোলে তারা মাঠ ছাড়ে ৩-২ ব্যবধানের জয়ে।