আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এর প্রস্তুতিতে ওয়ানডে ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে স্থগিত হওয়া সিরিজের তিনটি ওয়ানডে খেলতে আলোচনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক অহমেদ।
শেষ পর্যন্ত সফল হয়েছে সেই আলোচনা। আজ (রবিবার) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তারিখ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
দুবাই, আবুধাবি নাকি শারজা- ভেন্যু চূড়ান্ত না হলেও সিরিজটা হবে আরব আমিরাতে। সিরিজের প্রথম ম্যাচ ৬ নভেম্বর। ৯ ও ১১ নভেম্বর হবে পরের দুটি ওয়ানডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের নয়ডায় দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ-আফগানিস্তানের। তবে ব্যস্ত সূচির কারণে সিরিজটি স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজটা স্থগিত হলেও চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে তিনটি ওয়ানডে খেলতে সম্মত হয়েছে দুই দেশের বোর্ড। এটি গত জুলাই-অগাস্টে স্থগিত হওয়া বাংলাদেশের পূর্ণাঙ্গ সফরের অংশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে দুই টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২২ নভেম্বর প্রথম টেস্ট অ্যান্টিগায় আর ৩০ নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে ওয়ানডে তিনটি। আর ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর দুই দল খেলবে তিনটি টি-টোয়েন্টি।