টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। প্রথম ম্যাচে পাত্তাই পায়নি মেহেদী হাসান মিরাজের দল। আজ দ্বিতীয় ওয়ানডে হারলে হারতে হবে সিরিজও।
তাতে প্রভাব পড়বে র্যাঙ্কিংয়ে। আর বিশ্বকাপ সরাসরি না খেলে বাছাইয়েও যেতে হতে পারে বাংলাদেশকে। এতদিন ক্রিকেট খেলার পর এটা বাংলাদেশের জন্য বেমানান মনে করেন পেসার তানজিম হাসান সাকিব।
গণমাধ্যমে সাকিব বললেন, ‘‘আরও ওপরের দিকে থাকাটাই আমাদের জন্য মানানসই। আসলে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। এখন কীভাবে পরের ম্যাচগুলো জেতা যায়, সেটাই আমাদের লক্ষ্য।’’

তিনি আরও যোগ করেন, ‘‘২০২৭ বিশ্বকাপে কীভাবে আমরা সরাসরি খেলতে পারি সেটাই আমাদের মাথায় থাকা উচিত। কোয়ালিফায়ার খেলা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মানায় না।’
২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশকে টানা দুই ওয়ানডে সিরিজ হারিয়েছিল আফগানরা। এবারও ৩ ম্যাচের সিরিজে দলটি ১–০ তে এগিয়ে। আবুধাবিতে আফগানিস্তান আজ মাঠে নামবে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে। বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো।
সিরিজ বাঁচাতে ডট বল কম খেলার ভাবনা জানালেন তানজিম হাসান সাকিব, ‘‘আমাদের প্রধান মনোযোগ এখন স্ট্রাইক রোটেট করা। অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। এটা নিয়ে সবাই অনেক চিন্তিত। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য ছুঁড়ে দিতে না পারেন তাহলে খেলা কঠিন হয়ে যায়। এটা নিয়েই আমরা আলোচনা করছি।’’
আবুধাবির উইকেট আর পরিকল্পনা নিয়ে সাকিব জানালেন, ‘‘‘এই উইকেটে রান করা একটু কঠিন। আনপ্লেয়েবল উইকেট না, তবে স্কোর করা ডিফিকাল্ট। যখন রান করতে যাবেন, উইকেট মাঝে মাঝে একটু স্লো, মাঝে মাঝে বাড়তি বাউন্স। আমরা পেসাররা একটু বাইরে বাইরে বল করছি। স্টাম্পে আরও বল করতে হবে। এটাই টিম মিটিংয়ে আলোচনা করেছি। পরের ম্যাচে যত বেশি স্টাম্পে বল করা যায়। এই লক্ষ্য নিয়েই খেলব।’’
ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। তবে ওপেন করতে পারেন তানজিদ হাসান তামিম আর সাইফ হাসানই। তিনে থাকবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নুরুল হাসানদের ওপরই ভরসা রাখতে পারে বাংলাদেশ।
তিন পেসার নাকি তিন স্পিনার নিয়ে খেলবে-এটা হয়তো ম্যাচের আগেই ঠিক করবে বাংলাদেশ। পরিকল্পনা যাই হোক প্রথম ম্যাচে বিশ্রামে থাকা মোস্তাফিজের ফেরাটা নিশ্চিত অনেকটাই। তিন স্পিনার খেলালে ফিরতে পারেন রিশাদ হোসেনও।



