Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ব্যাটিং ধস নিয়ে সোহান-জাকেরের ব্যাখ্যা, আজই সিরিজ জয়ের প্রত্যয়

b6
[publishpress_authors_box]

১০৯ রানের উদ্বোধনী জুটি। তখন মনে হচ্ছিল আফগানিস্তানের বিপক্ষে জয়টা সময়ের অপেক্ষা। কিন্তু হঠাৎ ব্যাটিং ধস বাংলাদেশের। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। ম্যাচটা তখন হাতছাড়া হওয়ার উপক্রম। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের ব্যাটিং দৃঢ়তায় জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ।

ম্যাচ শেষে সোহান এই ধসের ব্যাখ্যায় বললেন, ‘‘যেভাবে আমাদের ব্যাটিং ধস হয়েছে— আসলে আমরা খুব অল্প সময়ের ভেতরে অনেকগুলো উইকেট হারিয়েছি। আমার মনে হয় অবশ্যই টিম মিটিংয়ে আমাদের কথা হবে। যেটা বললাম এটা (ব্যাটিং ধস) নিয়ে আমরা অনেকদিন ধরেই ভুগছি। অবশ্যই, এই জায়গা থেকে কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে সবাই কথা বলছে এবং এশিয়া কাপের পরেও এটা নিয়ে কথা হয়েছে। অবশ্যই, এখানে উন্নতি করার অনেক জায়গা আছে।’’

সোহান আরও যোগ করেন, ‘‘ যদি বলি, আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি কিন্তু এরকম গুরুত্বপূর্ণ সময়ে হয়ত আমরা আমাদের মানসিক প্রস্তুতির জন্য অনেক সময় ব্যর্থ হই। আমার কাছে মনে হয় উইকেট একই ছিল। ইমন এবং তামিম খুব ভালো শুরু এনে দিয়েছিল আমাদের। আমাদের ভেতরেই হয়ত একটু সন্দেহ ছিল, যেহেতু স্পিন বোলিংয়ে তাদের দুজনই বিশ্বমানের। কিন্তু আমার কাছে মনে হয় স্কিলের চেয়ে আমাদের মানসিকভাবে এই জায়গায় উন্নতি করার আরও সুযোগ আছে।’’

জাকের আলীও কথা বলেছেন এই ধস নিয়ে। উন্নতির জায়গা দেখছেন তিনিও, ‘‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট। আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’’

আজ শারজাতেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। জাকের তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করতে চান আজই, ‘‘আজকে আমরা জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কাল (আজ) সিরিজ জয়ের দিকে তাকিয়ে আছি আমরা। বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, সব সময়ই ভালো করে। কিন্তু আমরা আজ শেষ দিকে কিছু বেশি রান দিয়েছি। এ জন্যই বলছি যে উন্নতির জায়গা আছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত