Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

‘বাংলাদেশকে হারানো অঘটন নয়’

যুক্তরাষ্ট্রের পেসার আলি খান ম্যাচ সেরা হয়েছেন ৩ উইকেট নিয়ে। ছবি : এক্স
যুক্তরাষ্ট্রের পেসার আলি খান ম্যাচ সেরা হয়েছেন ৩ উইকেট নিয়ে। ছবি : এক্স
[publishpress_authors_box]

বজ্রপাত নাকি এক জায়গায় দুবার হয় না। তেমনি একই জায়গায় শক্তিশালী কোন দল দুর্বল কারও কাছে টানা দুবার হারে না! আর যদি হারে তাহলে সেটাকে অঘটন বলার উপায় নেই, বুঝে নিতে হবে প্রতিপক্ষ তাদের চেয়েও শক্তিশালী বা কৌশলে এগিয়ে।

বাংলাদেশকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারানোর নায়ক আলি খান সেটাই স্মরণ করিয়ে দিলেন। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া যুক্তরাষ্ট্রের পেসার আলির কণ্ঠে প্রত্যয়, ‘‘আমরা ক্ষুধার্ত। সামনে যাদেরেই পাব খেয়ে ফেলার চেষ্টা করব। কখনও আপনি বড় দলকে হারালে ওরা অযুহাত দিয়ে বলে এটা অঘটন। কিন্তু যখন আপনি তাদের টানা দুবার হারাবেন আর সিরিজ জিতবেন-সেটাকে অঘটন বলা যাবে না। আমাদের প্রতিভা, সামর্থ্য, স্কিল সবই আছে।’’

বাংলাদেশকে পরিকল্পনা করে হারানোর কথাও বললেন আলি খান, ‘‘উইকেট ধীর গতির ছিল কিন্তু ওরা ভেবেছিল বলে গতি থাকবে। তাই ইনসাইড এজ হচ্ছিল। আমাদের পরিকল্পনা ছিল ওদের বাতাসের বিপক্ষে মারতে বাধ্য করা। সুযোগ পেলে আমরা কি করতে পারি এটা দেখালাম।’’

বাংলাদেশের কালকের (বৃহস্পতিবার) হারটা ছিল টি-টোয়েন্টিতে শততম হার! প্রথম দল হিসেবে এই ফরম্যাটে ১৬৮ ম্যাচ খেলে ১০০টিতে হারল বাংলাদেশ। ১৯৩ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হার ওয়েস্ট ইন্ডিজের। শ্রীলঙ্কা ১৮৯ ম্যাচে হেরেছে ৯৮টি।

যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল খেলেছেন ৩৮ বলে ৪২ রানের ইনিংস। ছবি : এক্স

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে সিরিজ হেরে হতাশ বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি জানালেন, ‘‘আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই। আমাদের নিজেদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। গত দুই ম্যাচে আমরা ভালো খেলিনি।’’

তার শান্তর বক্তব্যকে ট্রল করে একটা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে দিনভর। সেখানে লেখা ছিল “আমেরিকার টিমে ছয়টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলেন। তারা যখন খেলে ছয় দেশের মানুষই তাদের জন্য দোয়া করেন। স্বাভাবিকভাবেই, তারা আমাদের থেকে বেশি দোয়া পায়”!

তবে এমন বক্তব্য নিয়ে অনুসন্ধান করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের সোহানুর রহমান নিশ্চিত করেছেন, শান্ত এমন কোনও কথা বলেননি। আসলে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশকে নিয়ে ‘মায়ের দোয়া ক্রিকেট দল’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে। এই ফটোকার্ড ছিল তারই একটা অংশ। সেখানে নাজমুল হোসেনের জায়গায় ভুল বানানে লেখা ছিল নাজমুল হাসান!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত