Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

এশিয়ান ইনডোরে সেমিফাইনালে ইমরান

বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

চ্যাম্পিয়ন দৌড়াচ্ছেন চ্যাম্পিয়নের মতোই। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটারে সেমিফাইনালে পৌছেঁছেন গতবারের সোনাজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) তেহরানে ৬০ মিটারের হিটে ৬.৬২ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন এই বাংলাদেশি স্প্রিন্টার। প্রথম হয়েছেন ওমানের আলী আনোয়ার। দেশের আরেক স্প্রিন্টার রাকিবুল হাসান ৪ নম্বর হিটে চতুর্থ হয়েছেন ৬.৮৭ সেকেন্ড টাইমিং করে।

কাজাখস্তানে গত বছর এই প্রতিযোগিতায় ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে সোনাজয়ী ইমরান রবিবারই সেমিফাইনালের দুটো হিটে অংশ নেবেন। সেখানে উতরালেই আগামী সোমবার ফাইনালে মুকুট রক্ষার লড়াই করবেন এই প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত