সকাল সন্ধ্যা প্রতিবেদন
বেসরকারি খাতের আরও তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো—এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “ব্যাংকিং খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সে উদ্যোগের আলোকেই এই তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।”
আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ব্যাংক পারভেজ তমালের নেতৃত্বাধীন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ, মোহাম্মদ মাহতাবুর রহমানের নেতৃত্বাধীন এনআরবি ব্যাংকের পর্ষদ এবং এইচ এন আশেকুর রহমানের নেতৃত্বাধীন মেঘনা ব্যাংকের বোর্ড অপসারণ করেছে।
এই তিন ব্যাংকের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদও গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়াকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে এখনও এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংকে কোনও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি।
সরকার পতনের পর থেকে এ নিয়ে মোট ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের ৫ আগস্ট দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই এই তিন ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই পলাতক রয়েছেন।